রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভূক্ত মিলিয়ে ১৯টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মোট ১১৪ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ট্যাব বিতরণ কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থীরাও।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ষষ্ঠ জনশুারী ও গৃহগণনা-২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে ট্যাব ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা হয়। এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রথম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের আয়োজন করা হয়। প্রথমদিনে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও এসব ট্যাব পাবে বলে জানায় উপজেলা পরিসংখ্যান অফিস।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী সৈয়দ মিনহাজ উদ্দিন আহমদ, পরিসংখ্যান সহকারী অভিজিৎ দত্ত মিঠুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’