আই নিউজ ডেস্ক
ফখরুলের দাওয়াত, লন্ডন থেকে সিলেট না এসে ঢাকায় আরিফ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র আরিফ লড়বেন কিনা তাই যেন এখন সিলেটের রাজনীতির আলোচনায় গরম বিষয়। লন্ডন থেকে তারেক রহমানের 'সিগন্যাল' পাওয়া। এবার জানা গেছে মেয়র আরিফুল হক লন্ডন থেকে সিলেটে নয়, ফিরছেন ঢাকা। বিএনপির দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ঢাকার ‘ফরমান’ আরিফ লন্ডন ছাড়ার আগেই এসেছে। তাই মির্জা ফখরুলের ‘দাওয়াত’ পেয়ে আপাতত ঢাকা যাচ্ছেন মেয়র আরিফ।
আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ঢাকায় নেমেই দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করার কথা আরিফুল হক চৌধুরীর।
লন্ডনে যুবদলের ইফতারে তারেক রহমানের সামনে মেয়র আরিফ যে ‘সিগন্যালে’র কথা বলেছেন, সেই সিগন্যালের উত্তর মির্জা ফখরুলের সাথে বৈঠকে মিলতে পারে। এমন আভাস পাওয়া গেছে দলটির নির্ভরযোগ্য সূত্রে।
বিএনপির দলীয় সূত্র বলছে, ‘সিসিক মেয়র আরিফুল হকের চাওয়া কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তাকে সেটাই দেওয়া হচ্ছে। আরিফ রোববার বিকেলে অথবা সোমবার ঢাকা থেকে সিলেট পৌছাবেন দলের শীর্ষ পদের দায়িত্ব নিয়ে। দলের পদ নিশ্চিত হলে আরিফ নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করবেন না। যদি আরিফ সিলেটে দলীয় পদ নিয়ে ফিরেন তাহলে সিলেট সদরের রাজনীতিতে নতুন একটি বলয় তৈরি হবে।
সবার সহযোগিতা চাইলেন আনোয়ারুজ্জামান
‘আরিফ সিলেট-১ আসন থেকে নির্বাচনের অভিপ্রায় করে গেছেন। তারেক রহমান তাকে কাজ করতে বলেছেন। বলেছেন, সময় হলে দেখা যাবে। এখানে (সিলেটে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদিরের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন আরিফ। যদি বিএনপি সংসদ নির্বাচনে অংশ নেয় তাহলে কে ‘লাল সিগন্যাল’ আর কে ‘সবুজ সিগন্যাল’ পাবেন সেটাই তখনই দেখা যাবে।’
এদিকে ২১ জুনের নির্বাচনে সিলেটে আওয়ামী লীগ থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হলে গোপনে মেয়র আরিফের সমর্থন পাবেন এমনটাই ধারণা করা হচ্ছে।
অপরদিকে বিএনপি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো বিএনপি নেতা শামসুজ্জামান জামানও নির্বাচন করতে পারেন এমন কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আরিফের ভূমিকা বড় নিয়ামক হয়ে উঠবে সিলেট সিটি নির্বাচনের জন্য।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’