আই নিউজ ডেস্ক
সিলেটে নৌকার প্রার্থীকে নিয়ে কী বলছেন অন্য মনোনয়ন প্রত্যাশীরা
সিলেট সিটি করেপারেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১১ জন। এদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের ও একজন প্রবাসী নেতা। শনিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মধ্যে থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়।
আনোয়ারুজ্জামান ছাড়া মনোনয়ন চাওয়া অন্য ১০ জন হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ; মহানগর সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, আবদুল খালিক; সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম এ হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ; সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, ছালেহ আহমদ সেলিম; সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও মো. মাহি উদ্দিন আহমদ।
আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন প্রদানে দলের ভেতরের একটি অংশে ক্ষোভ থাকলেও কেউ প্রকাশ্যে এ ব্যাপারে কিছু বলতে রাজী হননি। সকলেই দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন।
মনোয়ন চাওয়া মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেন, আমরা অনেকে মনোনয়ন চেয়েছিলাম। তাদের মধ্যে থেকে দল একজন বেছে নিয়েছে। আমরা সবাই এখন তার পক্ষে মাঠে নামবো। কিছুদিনের মধ্যে মহানগর আওয়ামী লীগ বৈঠকে বসে নির্বাচনী স্ট্যাডিজি ঠিক করবে।
শনিবার ফেসবুক এক স্ট্যাটাসে এমন ঐক্যের কথা বলেছেন আসাদ উদ্দিন। ফেসবুকে তিনি লিখেন- 'অভিনন্দন ও শুভকামনা সিলেটের নৌকার মাঝি প্রিয় আনোয়ারুজ্জামান চৌধুরী।
কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট নগরবাসী ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রতি, যারা দীর্ঘদিন শ্রম দিয়ে আমাকে এতদুর এগিয়ে দিয়েছেন। এতদিনের পথচলায় যারা আমাকে সহযোগিতা করেছেন, প্রার্থী হতে পরামর্শ, দিকনির্দেশনা দিয়েছেন সকলের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আমি এবং আমার পরিবার সবসময় আমাদের নেত্রী, বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্তের প্রতি অতীতেও অনুগত ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। কখনোই কি পেলাম, না পেলাম তার চিন্তা করি নি।
ছাত্ররাজনীতির শুরু থেকেই সবসময় সততার সহিত মূলধারার রাজনীতিতে যুক্ত ছিলাম, আজ পর্যন্ত এই ধারা থেকে কখনো বিচ্যুত হইনি।
সিলেট নগরবাসী ও আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের প্রতি আমার আহবান- আমি প্রার্থী হলে নির্বাচনে আপনারা যে সহযোগিতা করতেন, শ্রম দিতেন, আমাদের নৌকার প্রার্থীর পক্ষে আপনারা সেই শ্রম দিন।
আমার বিশ্বাস ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনো পরাজিত হতে পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।'
আরেক মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় প্রধানি শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার সাথে আছি। এতে আমাদের কোন দ্বিমত নেই।
তবে মাঠের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি জানিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, যারা মনোয়ন চেয়েছিলেন তাদেও মধ্যে থেকে মাঠের রাজনীতি থেকে উঠে আসা কাউকে মনোনয়ন দিলে খুশি হতাম। কিন্তু যাকে দেওয়া হয়েছে তিনি সিলেটের মাঠের রাজনীতিতে কখোনাই ছিলেন না। তিনি নগরের বাসিন্দাও নন।
এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজও। তিনি বলেন, আমি আওয়ামী লীগ করি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমার সুযোগ নেই।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোট হবে। ২০০২ সালে সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এই মহানগরের আয়তন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার, ওয়ার্ড ৪২টি। সিটি করপোরেশন হওয়ার পর এবার পঞ্চমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে।
আইনিউজ/এইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’