নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে হঠাৎ করে বেড়েছে তরমুজের দাম!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত এক সপ্তাহে প্রচণ্ড রোদ ও গরম এবং রোজার মাস বাজারে আসছে রসালো ফল তরমুজ। সাম্প্রতিক সময়ে তীব্র গরম এবং রমজানের কারণে বাংলাদেশে মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে দাম।
শ্রীমঙ্গলের হাট-বাজারগুলোতে তরমুজ বিক্রি শুরু হয়েছে আরও কিছুদিন আগ থেকেই। গরমের মৌসুমে এবং ইফতারিতে সুস্বাদুএই ফলের স্বাদ নিতে অনেকেই কেনার চেষ্টা করলেও চড়া দামের কারনে অনেকেই কিনতে পারছেন না।শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ফলের দোকান এবং বাজার ঘুরে দেখা গেছে, তরমুজ বাজারে দামের আগুন। আকার ভেদে প্রতিটি তরমুজ ২শ’ টাকা থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। সিলেটের সব জেলাতে তরমুজ খুব একটা দেখা যায়না তবে সুনামগঞ্জসহ উত্তরবঙ্গের কিছু জেলা,সেন্টমার্টিন ও বরিশাল থেকে তরমুজ আনা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।
দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেছেন,আগাম ফলন ও পরিবহন খরচ বেশী হওয়ায় তরমুজের দাম এখন বেশী। তবে পুরো মৌসুমে এ ফলের দাম ক্রেতাদের নাগালে এসে যাবে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে তরমুজ কেনার সময় সরকারি এক কর্মকর্তা বলেন, গরমের তীব্রতার জন্য গ্রীষ্মের এই ফলটি তিনি কেনেন পরিবারের জন্য।ফলের তালিকার মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে তরমুজ। কিন্তু দাম বেশি হওয়ায় পর্যাপ্ত পরিমাণে কেনা যাচ্ছে না। বিক্রেতারা আকাশ ছোঁয়া দাম হাঁকছেন। ফলে সুস্বাদু ফলটির স্বাদ নিতে অনেকেই কেনার চেষ্টা করছেন,কিন্তু দাম বেশি হওয়ায় না কিনেই ফিরে যাচ্ছেন বেশির ভাগ ক্রেতা।
ক্রেতারা শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর দৃষ্টি কামনা করছেন যে প্রশাসান যেন বাজারের দিকে একটু নজর দেন যাতে করে ব্যবসায়ীরা তরমুজ বেশী দরে বিক্রি করতে না পারে।
আইনিউজ/এইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’