নিজস্ব প্রতিবেদক
হাকালুকিতে কৃষকের সাথে ধান কাটলেন জনপ্রতিনিধি-প্রশাসনের কর্মকর্তা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে কৃষকদের উৎসাহ দিতে বোরো ধান কাটা উৎসবের আয়োজন করেছে কৃষি বিভাগ।
কৃষকের ধান কাটার এ উৎসবে শামিল হয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনীতিক নেতারা। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হাকালুকি হাওরের বড়লেখার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় কৃষক শ্রীবাস দাসের জমিতে ধান কাটা উৎসব হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
উদ্বোধন শেষে কৃষকের সঙ্গে ধান কাটেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বড়লেখা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, কৃষক শ্রীবাস দাস প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় এ মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ১৪৩ হেক্টর। বোরো ধানের চাষ হয়েছে ৫ হাজার ৩৭৩ হেক্টর জমিতে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘হাওরের নিম্নাঞ্চলে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎসাহ দিতে আমরা হাকালুকি হাওর এলাকায় ধান কাটা উৎসব করেছি। কৃষকের সাথে জমিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, রাজনীতিকেরা ধান কেটেছেন। এতে কৃষকেরা খুশি। এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন। আশা করা যাচ্ছে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’
আইনিউজ/এইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’