নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১১, ২০ এপ্রিল ২০২৩
যে কারণে ঈদের পর নির্বাচনের সিদ্ধান্ত স্পষ্ট করবেন আরিফ!
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি- সংগৃহীত
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন কি না তা নিয়ে সিলেটবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। সিলেট সিটি করপোরেশন নির্বাচন করবেন কি না, সে বিষয়ে এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
লন্ডন ঘুরে আসা এই বিএনপির নেতা বলেছেন, তার একার হাতে কিছু নেই। স্থানীয় ভোটার ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ঈদের পর ৪২টি ওয়ার্ডের জনগণকে নিয়ে বৈঠক করে নির্বাচনে যাবেন কি না, স্পষ্ট করবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে আমার আলাপ হয়েছে তার। সেখানে তাকে একটি সিগন্যাল দেয়া হয়েছে বলেন জানিয়েছিলেন তিনি। তবে সেই সিগন্যালটি আসলে কি তা খোলাসা করেন নি তিনি।
সিলেট ফেরার আগে লন্ডন থেকে সকালে সরাসরি ঢাকায় গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছালে বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।
সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কি না, এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিটি নির্বাচনে আরিফ হক চৌধুরী প্রার্থী হবেন কি না, এ নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে। সিটি নির্বাচনে বিএনপি আসবে না এমন গুঞ্জন রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে বাধা দিবে না বিএনপি এমন গুঞ্জনও রয়েছে।
আই নিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’