সাইফুল ইসলাম সুমন, জুড়ী
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে : পরিবেশ মন্ত্রী

ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ছবি- আই নিউজ
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রতিদিনই কোথাও-না-কোথাও আগুন, এই আগুনের বিষয় তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে। অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বড়লেখা পৌরসভা মিলনায়তনে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার উদ্যোগে শতাধিক অসহায়-হতদরিদ্র-দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বিএনপির কোন আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে করতে পারেনি। তাই রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যত বাধা বিপত্তি আসুক না কেন তা আমরা প্রতিহত করবো এবং প্রতিরোধ করব। বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি-যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৬-৭ কিংবা ওয়ান ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে আমরা দেব না।
উক্ত অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালে ছাত্রলীগের জন্ম হয়। ছাত্রলীগ দেশের অতীত সকল আন্দোলন, সংগ্রাম এবং দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। আশা করছি ছাত্রলীগ অসহায় মানুষের পাশে আছে এবং আগামীতে থাকবে।
এ সময় তিনি আরো বলেন, বিদেশীরা একসময় বাংলাদেশকে গরিব, মিসকিন ও ভিক্ষুকের দেশ বলতো। এটা ছিল আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন বাংলাদেশ ভিক্ষুক, মিসকিন ও গরিবের দেশ নয়। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট দেশে পরিনত হবে ইনশাআল্লাহ।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপির ছেলে তরুন সমাজসেবক লন্ডন প্রবাসী জাকির হোসেন জুমনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা পৌর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বড়লেখা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলী আহমেদ চৌধুরী জাহেদ, বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউস সামাদ জুয়েল, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন জয়, পৌর ছাত্রলীগ নেতা সুপ্রজিৎ দাস, রিসান আহমদ, বায়েজিদ আহমদ, অনিক দেব, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাহাত আহমদ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুহতাদী ইসলাম রুহান, সাধারন সম্পাদক মিফতাবুর রহমান রিহান, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি তৌসান, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’