নিজস্ব প্রতিবেদক
সিলেটে ‘ট্রাকে ডিজে পার্টি’ রুখতে পুলিশের তৎপরতা

ঈদ উপলক্ষে সিলেটের পর্যটন এলাকায় ডিজে পার্টির আদলে ট্রাকে করে গান বাজিয়ে ছুটে চলা বন্ধে ও মোটরসাইকেলে দলবেধে কোথাও গিয়ে আড্ডা রুখতে মাঠে নেমেছে পুলিশ।
পর্যটকদের শান্তিপূর্ণভাবে ঘোরাঘুরি নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সিলেট জেলা পুলিশ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকার সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর ও বিয়ানীবাজার সড়কে খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটন কেন্দ্রগামী ডিজে পার্টিকে থামিয়ে দেয় পুলিশ। ট্রাক চালককে জরিমানা করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।
তিনি জানান, অভিযানকালে একাধিক মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অপরদিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার ইলিয়াস শরীফের নির্দেশনায় এবার সড়ক দুর্ঘটনা রোধ ও পর্যটন এলাকার পর্যটকদের বিরক্ত না করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ মাঠে রয়েছে উল্লেখ করে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানিয়েছেন, ঈদের ছুটিতে প্রতিবছর মোটরসাইকেলে ঘুরে বেড়ানো তরুণরা মারা যান। এবার বাইকারদের দলবেধে আড্ডার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে এসব বাইকার নিজেরা সুরক্ষিত থাকেন এবং পর্যটকদের বিরক্তির কারণ না হন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’