নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:২৫, ২৫ এপ্রিল ২০২৩
মৌলভীবাজারের হাওরে যান্ত্রিক উপায়ে ৭০ ভাগ ধান কাটা সম্পন্ন
ছবি: হাসনাত কামাল
মৌলভীবাজারের হাওরে ৭০ ভাগ বোরো ধান কাটা শেষ হয়ে গেছে। কাটা হচ্ছে সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে হারভেস্টার মেশিন দিয়ে। যে কারণে শ্রমিক সংকট দেখা যাচ্ছে না।
আগামী এক সপ্তাহের মধ্যে হাওরে ধান কাটা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। তবে ব্রি-২৮ জাতের ধানে চিটা দেখা দেওয়ায় হতাশ কৃষকেরা।
সদর উপজেলার আথানগিরি বড় হাওর এলাকার কৃষক আব্দুর রহিম, আবুল কালাম, আব্দুল বারী বলেন, এবছর আমাদের দানা (ধান) নেই। সব চুছা (চিটা) হয়ে গেছে। কামলা (শ্রমিক) দিয়ে কাঁচি ধরলে সেটাও লস (ক্ষতি)।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা জেলায় ২৪ হাজার হেক্টর জমিতে ব্রি-২৮, ২৯ ও ৪৪ জাতের ধানে চিটা হয়ে গেছে।
তবে কৃষি বিভাগ বলছে এবছর কিছু জমিতে ব্রি-২৮ জাতের ধানে চিটা দেখা গেলেও সে পরিমাণ খুবই কম, মাত্র ৯০ হেক্টর। মোট উৎপাদনে কোনো প্রভাব ফেলবে না।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ জানিয়েছেন এ বছর জেলায় ৬০ হাজার ৫৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এরমধ্যে হাওরে চাষ হয়েছে ২৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে।
এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৯ হাজার মেট্রিকটন। আশা করা হচ্ছে সেটা অর্জন হবে। গত বছর উৎপাদন হয়েছিলো ২ লাখ ২৮ হাজার মেট্রিকটন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’