বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
জাতীয় পুরস্কার বিজয়ী শিল্পীদের সংবর্ধনা দিল নজরুল একাডেমি
শিল্পীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখায় নজরুল একাডেমির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া নৃত্য শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এতে নৃত্য বিভাগে বিশেষ অবদান রাখায় নজরুল একাডেমির শিক্ষক সুব্রত দাশ ও বিভিন্ন সময় জাতীয় পুরস্কার। পাওয়ায় নজরুল একাডেমির নৃত্য শিল্পী জয়শ্রী দেবনাথ জয়া, অদিতি দাস ইচ্ছা, শুভশ্রী রায় ও আঁখি দেবনাথের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে হবে। তবেই আমরা সমাজ থেকে জঙ্গী, সন্ত্রাসী ও ধর্মান্ধতারোধ করতে পারবো। তিনি বলেন, আমরাও ধর্ম মানি, বিশ্বাস করি। কিন্তু ধর্মের নামে মৌলবাদীরা আজকে সারা বিশ্বে মানবতাকে ধ্বংস করছে। এদের হাত থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ডিজিটাল হিসেবে বিনির্মাণ করে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি।
পরিবেশমন্ত্রী সবাইকে চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়ে বলেন, আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো একটু সচেতন হতে হবে। পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, যারা আমাদের চেয়ে অনেক পিছিয়ে। কিন্তু তারা পরিস্কার-পরিচ্ছন্ন।
তিনি বলেন, আমি ভূটান, নেপাল ও শ্রীলঙ্কায় গিয়েছি। দেশগুলো অনেক ছোট। কিন্তু তারা পরিবেশ দূষণ করেনা। তারা পরিষ্কার-পরিচ্ছন্ন।আফ্রিকার অনেক দেশও এখন এগিয়ে যাচ্ছে। আমরাও অনেক দূর এগিয়েছি। কিন্তু আমাদের মধ্যে সামান্য কিছু গ্যাপ আছে। তাই দায়িত্বশীল হতে হবে। আমাদের চারপাশকে আরো সুন্দর ও পরিস্কার রাখতে হবে। আমাদেরকে আরো সচেতন হতে হবে।
বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী সুহা আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রত্নদীপ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট গোপাল দত্ত, ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, ডা: দীগেন্দ্র নাথ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, বড়লেখা তারুণ্য নাট্যগোষ্ঠী'র সহ সভাপতি হানিফ পারভেজ প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’