মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫৫, ২৯ এপ্রিল ২০২৩
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে নাসের রহমান
‘সরকার জনগনকে চিবিয়ে খাওয়ার জন্য জোরপূর্বক ক্ষমতায় বসে আছে এই সরকার’
সরকার বাজারে তৃণমূলের নেতা-কর্মী ও সর্বসাধারণের সাথে এম নাসের রহমান। ছবি- আই নিউজ
‘দেশে এই অনির্বাচিত সরকার জনগনকে চিবিয়ে খাওয়ার জন্য জোরপূর্বক ক্ষমতায় বসে আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সরকার বাজারে তৃণমূলের নেতা-কর্মী ও সর্বসাধারণের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন এম নাসের রহমান।
এসময় নাসের রহমান আরও বলেন, বিএনপির রাজনীতি সব সময় দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে। সে জন্য বিএনপি জনগনের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাজনীতি করে। আর আওয়ামীলীগ জনগনের সাথে সর্ম্পক রাখার প্রয়োজন মনে করে না। কারণ, তারা আওয়ামীলীগ এখন আর রাজনীতিক দল নয়। তারা জনগণকে চিবিয়ে চিবিয়ে মারছে। সমস্ত কিছু ক্রয়ক্ষমতার বাইরে।
তিনি বলেন, গ্যাসের দাম, তেলের দাম, চাল, ডালের দাম বাজারে সব পণ্যের দাম দফায় দফায় বাড়িয়েছে। বিদ্যুতের এতো দাম বাড়ানোর পরও আবারও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এসব কারণে আওয়ামী লীগ এখন জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তাদের কিছু সুবিধাভোগী ছাড়া সম্পূর্ণ গণবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে। সেজন্য সারাদেশের মানুষ এখন আ.লীগ কে গনমানুষের রাজনৈতিক দল মনে করে না তাদেরকে একটা মাস্তানতন্ত্র দল ও গুন্ডা লীগ মনে করে।
জনগণকে তারা (আওয়ামী লীগ) ভয় পায় বলেই দল নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে ভয় পায় মন্তব্য করে নাসের রহমান বলেন, এসব কারণে আওয়ামীগের দরকার পুলিশ, আওয়ামীলীগের দরকার আদালত, আওয়ামী লীগের দরকার প্রশাসন। এখন তাদের ওপর ভর করে গণতন্ত্রের লেবাস পড়ে দেশে এক দলীয় স্বৈরশাসন চালিয়ে বিরোধীমত দমনে জুলুম,অত্যাচার চালিয়েছে।
তিনি বলেন, দেশে এর আগে তিনটা চুরির নির্বাচন গেছে। ২০০৮, ২০১৪, ২০১৮ সালে। এবার সে আশা শেষ। আগামী জাতীয় নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ হবে। শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন হবে না। দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি চায়। সাড়ে চৌদ্দ বছর,পনের বছর ধরে অন্যায় অবিচার চলছে দেশবাসীর উপরে। এক কথায় যারা আওয়ামী লীগ করে না শুধু তাদের ওপর দিয়ে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ হল গুণ্ডা-মাস্তানের দল। এখন এই গুণ্ডা-মাস্তান সরকারের যাবার সময় এসেছে। সারা বাংলাদেশের জনগন জেগে উঠেছে। এ অবৈধ সরকারের বিদায় নেয়ার সময় এসেছে। সুরঙ্গের শেষ পথে একটু আলো দেখা যাচ্ছে। এতোদিন আমরা অন্ধকারে ছিলাম। শিগগিরই পুরো আলো দেখা যাবে। এর জন্য জনগণের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য সামনের চুড়ান্ত আন্দোলন সংগ্রামে সকলকে প্রস্তুতি নিতে হবে। কাউকে ঘরে বসে থাকা যাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি আশিক মোশাররফ, মো. হেলু মিয়া, জেলা বিএনপির
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মো.ইদ্রিছ আলী, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হেকিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ রুহিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, মনুমূখ ইউনিয়ন
বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক রায়হান আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’