মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মহান মে দিবস পালিত
মহান মে দিবসে শ্রমিক ইউনিয়নের বের করা র্যালি। ছবি- শেখ সোহান
আজ পহেলা মে, মহান মে দিবস। এবছর “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর, শ্রীমঙ্গল মৌলভীবাজার এর আয়োজনে আজ সোমবার (১ মে) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি মো. কামাল হোসেন, পৌরসভা মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমূখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর, (শ্রীমঙ্গল) মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ নাহিদুল ইসলাম।
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।
উল্লেখ্য, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকা শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’