নিজস্ব প্রতিবেদক
ডিবির অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ০১ জন আটক
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ইসমত আলী (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ০১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা শেখবাড়ীস্থ আটককৃত ইসমত আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের শার্টের পকেটের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস এবং তার পরনের লুঙ্গির কোছা থেকে কালো রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে আরও ১০০ পিসসহ মোট ১২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত ইসমত আলী মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’