নিজস্ব প্রতিবেদক, আই নিউজ
নিদারুণ দাবদাহে অতিষ্ট কমলগঞ্জের জনজীবন
বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হবার কারণে সারাদেশে নিদারুণ দাবদাহ চলমান আছে। প্রচণ্ডে তাপ প্রবাহে অতিষ্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনজীবনও। পর্যটন সমৃদ্ধ এ উপজেলায় গত কয়েকদিন ধরে টানা গরমে নাকাল অবস্থা পার করছেন স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও।
আজ মঙ্গলবার (৯ মে) সারাদেশের বিভিন্ন জেলায় ৪০/৩৯ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কমলগঞ্জে বিকেল ৫টার দিকেও ৩৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া ও দিনমজুর মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলেছে আরও কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে মৌলভীবাজারসহ সারা বাংলঅদেশে ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত আরও কয়েকদিন থাকতে পারে।
মঙ্গলবার ৯ মে শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতর জানায় বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রার পারদ ৩০ থেকে ৩৭ ডিগ্রিতে বিরাজ করছে। সদর উপজেলা মৌলভীবাজারের অবস্থাও অপরিবর্তিত। আজ দুপুর ১টায় ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সদরে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
প্রচন্ড তাপদহে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। আবার কিছু মানুষ অনেকটাই কাজের চাপে বাড়ি থেকে বের হয়ে একটু স্বস্তি পেতে গাছ বা বড় বড় ভবনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। অনেকে রোদ থেকে বাঁচতে ছাতা ও গামছা ব্যবহার করছেন।
তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শ্রমজীবী ও কর্মজীবীদের জীবনে তীব্র গরমের প্রভাব পড়েছে অত্যধিক। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের কাজের তাগিদে।
রিকশাচালক মুজিব মিয়া বলেন, কয়েকদিন ধরে এতো রোদ ও গরম পড়ায় আমাদের অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। কী আর করবো। কাজ না করলে তো আর সংসার চলবে না।
জাকির হোসেন নামের এক কৃষক জানান, এমন গরমে ধান কাটতে আসা শ্রমিকরাও একটু পরপর হাঁপিয়ে যাচ্ছেন। ঘনঘন পানি খেতে হচ্ছে। তীব্র গরমে পিঠ জ্বলে যাচ্ছে। অনেকেই কাজ বাদ দিয়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ৩০ থেকে ৩৭ ডিগ্রিতে বিরাজ করছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’