নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:০৮, ১০ মে ২০২৩
মৌলভীবাজারে পানির পাইপ কেটে যাওয়ায় পানির দুর্ভোগ
সড়ক সংস্কার কাজের সময় ভেঙ্গে যাওয়া পানির পাইপ। ছবি- আই নিউজ
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর সড়কের এক জায়গায় কাজ করতে গিয়ে পানির পাইপ কেটে যাওয়ায় পানির দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।
জানা গেছে, মঙ্গলবার (৯ মে) রাতে শমশেরনগর সড়কে রাতে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার সংস্কারের কাজ করার সময় পৌরসভার পানির পাইপ কেটে ফেলে। এতে পৌরসভার কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার রাত থেকেই দুর্ভোগে পড়েন পৌরবাসিন্দার কিছু অংশ।
দুর্ভোগ পোহানো বাসিন্দারা অভিযোগ করেন, সকাল থেকে পানি না পাওয়ায় অনেক কাজ এখনো থেমে আছে। তাছাড়া, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি না পাওয়ায়ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকের বাসাবাড়িতে পানির টিউবওয়েল না থাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন তারা।
এ ব্যাপারে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, পৌরসভাকে না জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ রাতে কাজ সংস্কার করেছে। এভাবে না জানিয়ে সংস্কার কাজ করা তাদের ঠিক হয়নি। তাছাড়া, পানির পাইপের পাশে সাবধানতার সাথে কাজ করা প্রয়োজন ছিল।
দুর্ভোগের শিকার এলাকাগুলোতে যতো শীঘ্র সম্ভব পানি সরবরাহ করার ব্যাপারে পৌরসভা কাজ করছে বলেও আই নিউজকে জানান পৌর মেয়র ফজলুর রহমান।
এ ব্যাপারে মৌলভীবাজার সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, দিনে কাজ করলে রাস্তায় যানজট লেগে যায় তাই রাতে কাজ করা হয়েছে। সমস্যাটির সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। আশা করি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’