তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরেও চালু হবে বর্ডার হাট
তাহিরপুরে শীঘ্রই চালু হতে যাচ্ছে বর্ডারহাট। এ লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ( ১১ মে) দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) পর্যায়ে হাট এলাকাতে বৈঠক হওয়ার কথা রয়েছে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) বর্ডারহাট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
দুই দেশের সিদ্ধান্তে সীমান্তের ১২০৩/৭-এস এবং ১২০৩/৮এর মধ্যবর্তী জিরো লাইনে বর্ডার হাটের স্থান নির্ধারণ হয়েছে। এ অনুযায়ী হাট এরিয়ার দৈর্ঘ্য ৭৫ ফুট এবং প্রস্থ ৭৫ ফুট করা হয়েছে। অপরদিকে হাট এর উভয় দিকে দুটি গেট থাকবে এবং ২৫টি পণ্য উভয় দেশ ক্রয়-বিক্রয় করতে পারবে।
৫ কিলোমিটার এলাকার জনগণ হাটটিতে ক্রয়বিক্রয় অংশগ্রহণ করতে পারবে। কবে হাট বসবে, কতক্ষণ চলবে তা উভয় দেশের হাট পরিচালনা কমিটি নির্ধারণ করবে।
বর্ডারহাটে বাংলাদেশ অংশে রয়েছে ১২ টি দোকান এবং ভারতের অংশে রয়েছে আরও ১২টি দোকান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ডার হাট চালু হলে হাটে মসলা, মাংস, বনজ দ্রব্য, বাঁশ, লুঙ্গি, সিরামিক সামগ্রী, প্লাস্টিক দ্রব্যদি ও ফলের রস ইত্যাদি পণ্য বেচাকেনা হতে পারে। তবে এই হাটে ব্যবসা করতে হলে ব্যবসায়ীকদের নির্দিষ্ট কার্ডধারী হতে হবে। কার্ডধারী ব্যতীত অন্য কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ৫০ ইউএস ডলারের বেশী নিয়ে হাটে যাওয়া যাবে না। ইতোমধ্যেই হাটের চারিদিকে কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হয়েছে। বেড়ার বাইরে দাঁড়িয়ে থেকে কেনাকাটা করা যাবে না। হাট পরিচালনার বিষয়টি হাট পরিচালনা কমিটি ঠিক করবে।
এ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, শীঘ্রই তাহিরপুর সীমান্তে বর্ডারহাট চালু করা হবে। এ সংক্রান্ত বিষয়ে আনুসাঙ্গিক প্রস্তুতির কাজ চলছে। প্রস্তুতি সম্পন্ন হলে শীগ্রই বর্ডার হাটটি চালু করা হবে। এ লক্ষ্যে তিনি মঙ্গলবার হাট এলাকাটি পরিদর্শন করেছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’