নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:০৮, ১৬ মে ২০২৩
হাওর অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদরে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
সদর উপজেলার ৫০ জন ইমাম ও খতিবদের অংশগ্রহণে প্রশিক্ষণ চলবে তিন দিনে। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে যাকাতের এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশত পয়তাল্লিশ টাকার চেক ২৮ জন উপকারভোগীকে বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার কার্যালয়ের আয়োজনে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শীর্ষক প্রকল্পের তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের ফিল্ড অফিসার হাফিজ ইয়াহিয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।
এছাড়া, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল কাদির।
এসময় ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার সদরের ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল এবং হিসাব রক্ষক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’