নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা
সিলেট অঞ্চলে অনাবাদি জমি কৃষির আওতায় আনার লক্ষে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচী প্রনয়ণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি উদ্ভাবনের উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন অঞ্চলে অনাবাদি জমিকে কৃষির আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে "আঞ্চলিক গবেষণা- সম্প্রসারণ ও কর্মসূচী প্রনয়ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
গত ১৭ ও ১৮ মে দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র পরিচালক ড. দেলোয়ার আলম চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।
এতে সিলেট অঞ্চলের বারী, ব্রি বীনা, বারী, ইক্কু গবেষণা, চা গবেষণা ও মৃত্তিকা গবেষণা বিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কর্মশালায় প্রায় অর্ধশতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় অনাবাদি জমি কৃষির আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে বৈজ্ঞানিক কর্মকর্তারা বিভিন্ন মডেল ও গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’