নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:২৬, ২২ মে ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হ ত্যা র হুমকি’র প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ
মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। ছবি- আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের নেতৃত্বে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্যান্যের মধ্যে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এমন এ রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব), জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ, জেলা শ্রমিক লীগের সভাপতি আসাদ হোসেন মক্কু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শাওন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌউছ উদ্দিন নিক্সন প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’