রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
সম্মাননা পেলেন লড়াকু চা শ্রমিক মা ফুলকুমারি রবিদাস

চা শ্রমিক ফুলকুমারি রবিদাসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়ার ছবি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সম্মাননা পেয়েছেন বাঘীছড়া চা-বাগানের লড়াকু চা শ্রমিক মা ফুলকুমারি রবিদাস।
এর আগে গত ১৪ মে বিশ্ব মা দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় চা শ্রমিক মা ফুলকুমারি রবিদাসের জীবনযুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে এই মায়ের বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
সোমবার (২৯ মে) দুপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
আলোচনা সভা শেষে চা শ্রমিক ফুলকুমারি রবিদাসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, ‘প্রতিবছরই বিশ্ব মা দিবসে সংগ্রামী মায়েদের সম্মাননা প্রদান করা হয়। এ বছর মা দিবসে ফুলকুমারি রবিদাসকে সম্মাননা দিয়েছি আমরা।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’