মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে হতদরিদ্রদের মাঝে প্যাকেট ভর্তি খাবার বিতরণ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে শহরের শাহ মোস্তফা দরগা মাজার মসজিদে বড় পরিসরে দোয়া, মিলাদ ও দুঃস্থদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এসময় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ,তারেক রহমানের ওপর আনীত সকল মামলা প্রত্যাহারসহ তাঁদের দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
পরে এসময় মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, ‘যেকোনো মূল্যে আমরা আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনব। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র নির্মাণ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, এই হচ্ছে আজকে আমাদের শপথ।’
ফয়জুল করিম ময়ুন আরো বলেন, একজন জিয়াউর রহমানের অভাব আজ দেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার অবর্তমানে খালেদা জিয়া এদেশকে আগলে রেখেছেন। স্বৈরাচারী এ সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। আমরা আমাদের দেশকে আবারো নতুন করে মুক্ত বাতাসের স্বাদ দিব আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি বদরুল আলম,মো.হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান, সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সফিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, জেলা যুবদলের
সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিয়ামুল হক,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট জাবেদ আলী নাইমসহ আরও অনেকে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’