আই নিউজ ডেস্ক
চট্টগ্রামে ১৪ কেজি হাতির দাঁতসহ আটক কমলগঞ্জের মালেক
হাতির দাঁত, হরিণের চামড়াসহ আটক আব্দুল মালেক। ছবি- সংগৃহীত
১৪ কেজি হাতির দাঁত, হরিণের ছিলে আনা চামড়া সহ আব্দুল মালেক (৬৮) নামের এক ব্যক্তিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আটক ব্যক্তি সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
গত শনিবার (২৭ মে) র্যাব আটক আব্দুল মালেককে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
র্যাব সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে বাবার সঙ্গে মৌলভীবাজার থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় হাতি দেখভাল করার জন্য আসেন। সেসময় তার বাবার কয়েকটি হাতি ছিল। ১৯৯৮ সালে বাবা মারা যাওয়ার পর হাতির ব্যবসা দেখভাল করার জন্য ছয় বছর যাবত বাঘাইছড়ি থানার মারিশ্যা এলাকায় ছিলেন। তিনি একজন লাইসেন্সধারী হাতির পালক। কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াও তাঁর কাছে বেশ কিছু হাতি রয়েছে।
র্যাব আরও জানায়, ২০১০ সালের পর তিনি পুনরায় লাইসেন্স নবায়ন করেন। তবে স্থায়ীভাবে তখন বাঘাইছড়ি থাকতেন না। কয়েকদিন থেকে আবার মৌলভীবাজার চলে যেতেন। তার বৈধভাবে মোট ছোট-বড় ১২টি হাতি রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, তার 2৫টি রেজিস্ট্রেশনবিহীন হাতি রয়েছে। এগুলো দিয়ে তিনি বিয়ে বাড়িতে ভাড়াসহ পাহাড়ি এলাকায় গাছ টানার কাজ করেন। পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে আসছিলেন।
এ ব্যাপারে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপনে হাতির দাঁত ও হরিণের চামড়া মজুতের খবর পেয়ে শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ কেজি হাতির দাঁত ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার হওয়া মালামালের বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। উদ্ধার হওয়া মালামাল এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’