নিজস্ব প্রতিবেদক
সিসিক নির্বাচন : আজ থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু
বলা যায়, এতদিন চলছিল যুদ্ধের মহড়া। আজ থেকে শুরু হবে আসল যুদ্ধ। নাহ! এ যুদ্ধ লাঠিসোটা বা বন্দুক কামান দিয়ে নয়। এ যুদ্ধ হবে মাইক, যানবাহন আর কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষদের সাথে নিয়ে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ আজ শুক্রবার। প্রতিদ্বন্দ্বি মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই শুরু হবে প্রচার যুদ্ধ।
বাংলাদেশের যেকোন নির্বাচন আসে উৎসবের আমেজ নিয়ে। সে জাতীয় হোক বা স্থানীয় সরকার নির্বাচন। চায়ের কাপে ঝড় তোলার সাথে সাথে মিছিল সভা সমাবেশ পথসভা গণসংযোগ ইত্যাদিতে জমজমাট থাকে নির্বাচনী এলাকা।
সে শহর কি বা গ্রাম, বাংলাদেশে নির্বাচন মানেই প্রার্থীদের অবস্থান নিয়ে আলোচনা সমালোচনা, সেই সঙ্গে হোটেল রেস্টুরেন্টে ভিড়, ঘন্টার পর ঘন্টা আড্ডা, চা পান মিষ্টি বিতরণ ইত্যাদি খুব চেনা দৃশ্য। তারপর আছে নির্বাচনী কার্যালয়গুলোতে আরও কত সভা পথসভা ইত্যাদি ইত্যাদি।
এতদিন সিলেট সিটি করপোরেশন এলাকায় মেয়র প্রার্থীরা কৌশলী প্রচারণা চলিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেলেও কারও মাইকের শব্দ শোনা যায়নি। চলেছে পাড়ায় পাড়ায়। বিতরণ হয়েছে লিফলেট। তবে নির্বাচনী আচরণবিধির খড়গের কারণে তা আর অতটা জমজমাটভাবে হয়নি।
তবে এবার আর কোন বাধা থাকছেনা। শুক্রবার প্রতিক বরদ্দের পর থেকেই সিলেট সিটি করপোরেশন এলাকার ৪২ ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের ৩৬৭ জন কাউন্সিলর প্রার্থী ও ৭ মেয়র মেয়র পদপ্রার্থী প্রতীক পাওয়ার পরপরই নামবেন প্রচার যুদ্ধে। পোস্টার লিফলেট বিতরণ করবেন। মাইকে সুর উঠবে ‘মা বোনদের বলে যাই,…. মার্কায় ভোট চাই।’
তবে এবার প্রচারণার ক্ষেত্রে প্রার্থী ও সমর্থকদের বাড়তি সতর্কতা অবলম্বলন করতেই হবে। ইতিপূর্বে দুই মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’