নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৬, ৪ জুন ২০২৩
কাউন্সিলর প্রার্থী কিমকে রেডিও প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন
বক্তব্য রাখছেন রাশেদা কে চৌধুরী। ছবি : আইনিউজ
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পরিবেশ ও নাগরিক সংগঠক আবদুল করিম চৌধুরী কিমকে রেডিও প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি রাশেদা কে চৌধুরী।
তিনি বলেন, কিম হচ্ছেন নাগরিক আমাদের নাগরিক সমাজের একজন প্রতিনিধি। তিনি ভোটে নির্বাচিত হলে আরও নাগরিক প্রতিনিধিদের নির্বাচনে আসার পথ খুলবে। রোববার (৪ মে) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল করিম চৌধুরী কিম এর নগরের হাউজিং এস্টেটস্থ প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
'অনেক সময় অনেক কিছুর প্রতিবাদ করা যায় না, কিন্তু আব্দুল করিম কিম বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন। সে কারণে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। কিম শুধু দেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেন না, তিনি আন্তজার্তিক পরিমন্ডলেও নিজের জাত চিনিয়েছেন। জলবায়ু সম্মেলন থেকে শুরু করে ওয়াটার কিপার এলয়েন্সের প্রোগ্রামে নিয়মিত পরিবেশ, প্রতিবেশ নিয়ে কথা বলেছেন। এমন একজন মানুষ এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হওয়াটা এলাকাবাসীর জন্য গৌরবের।
সিলেটের এমন কোনো পরিবেশ আন্দোলন হয়েছে আর কিমকে পাওয়া যায নি তা হয় নি কখনো। রাতারগুল থেকে শুরু করে সিলেটের প্রাণ প্রকৃতি নিয়ে সদা সোচ্চার কিম। পরিবেশের জন্য কিম সুচারুভাবে তাঁর কাজ করে যাচ্ছে। কিমের জন্য শুভকামনা। কিমকে ভোট দিয়ে এলাকাবাসী বিজয়ী করবে বলে প্রত্যাশা। '
শিক্ষাবিদ ও পরিবেশ সংগঠক রাশেদা কে চৌধুরী আরও বলেন, দীর্ঘদিন ধরে কিম সিলেটসহ দেশের পরিবেশ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন। মানুষের কল্যাণে কাজ করার তাঁর যোগ্যতা রয়েছে। সে আমার প্রিয় এক ছোটভাই। আমি যতটুকু তাকে জানি আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অভিজাত এই ওয়ার্ডের সুনাম রক্ষার পাশাপাশি কাঙ্ক্ষিত উন্নয়নও হবে বলে আশা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর প্রার্থী আবদুল করিম চৌধুরী কিমের মমতাময়ী মা সালেহা খাতুন চৌধুরী। কিমের ছেলে আমানুল আরদ চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সহসভাপতি ড. নাজিয়া চৌধুরী ও ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. সাঈদ মজুমদার।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের যুগ্ম সম্পাদক আব্দুল হাই আল হাদী।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’