নিজস্ব প্রতিবেদক
সিসিক নির্বাচন : প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৭ নারী প্রার্থী
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার সাধারণ ওয়ার্ডে একজন এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) মোট ৮৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৪ টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য এই ৮৭ জন নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে যারা আগামী ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম এর মাধ্যমে নির্বাচিত হবেন।
সিসিক নির্বাচনে সাধারণ ওয়ার্ডে একমাত্র (মহিলা) কাউন্সিলর প্রার্থী এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। ২৫ নং সাধারণ ওয়ার্ডে ঘুড়ি মার্কা নিয়ে নির্বাচন করছেন।
সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন নারী প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে রয়েছেন, বর্তমান কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা ও আছিয়া বেগম।
২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি, রুনা বেগম, জোসনা আহমদ, তাহমিনা রহমান রোবা।
৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু, রোবি বেগম, নেহারুন বেগম, শ্যামলী সরকার, মুসলিমা নাজনিন হাসান, নাছরি আহমদ নুপুর ও রুকসানা খানম।
৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাসুদা সুলতানা, সাবেক কাডান্সলর রুহেনা খানম মুক্তা, উম্মে সালমা, অ্যাডভোকেট জোহরা জেসমিন, তাহমিনা বেগম, রুবি বেগম, সালমা বেগম, সু- নয়া আক্তার সূচনা ও রুপিয়া খানম।
৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু, সাবেক কাউন্সিলর দীবা রানী দে, জয়শ্রী দাস জয়া।
৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম ও মোছা. কামরুন নাহার চৌধুরী।
৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কনা, মাহমুদা নাজিম রুবি, নার্গিস সুলতানা ও ডায়না বেগম সুমাইয়া।
৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সাবেক কাউন্সিলর সালেহা কবীর সেপী, শারমিন আক্তার রুবি ও হেনা বেগম।
৯ নং ওয়ার্ডে সাদিয়া শারমিন সুমি, নাজমা বেগম, শিউলি আক্তার, ছামিরুন নেছা ও আছমা বেগম।
১০ নং ওয়ার্ডে হাছিনা বেগম, রুমা আক্তার, আয়েশা খাতুন কলি, হোছনে আরা বেগম, অর্পনা রানী ঘোষ, জুলেখা বেগম, মাহমুদা ইসলাম চৌধুরী ও তাহমিনা সুলতানা।
১১ নং ওয়ার্ডে সাজেদা বেগম, খেলা রাণী নাথ, ফাতেমা বেগম সাথী, রাহেলা বেগম, রোপসানা আক্তার, রুকসানা বেগম, পারবিন বেগম, মাজরানা তাহরীন খালিক ও আমিনা বেগম।
১২ নং ওয়ার্ডে ছালেহা বেগম, আছমা আক্তার পারভীন, হাজেরা বেগম, নাজমা আক্তার, ফাতেমা আক্তার পারুল, রুমি আহমদ, শিরিন আক্তার, সেলিনা আক্তার ও লিপি বেগম।
১৩ নং ওয়ার্ডে ফাতেমা বেগম, নেখবুল বেগম, রেজিয়া বেগম, ডলি বেগম, লাভলী বেগম, খালেদা আক্তার শাপলা, শিউলী পারভীন, কুলসুমা বেগম তাহমিনা, শোভা আক্তার, রেসমা বেগম, জলি পুরকায়স্থ ও শেখ তাসলিমা আলী হেনা।
১৪ নং ওয়ার্ডে নুরজাহান বেগম, সুবিনা বেগম সুবনা।
৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ওয়ার্ড সংখ্যা ৪২টি। যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’