নিজস্ব প্রতিবেদক
লাখাইছড়া চা বাগানের ১৫০ পরিবারে নিরাপদ পানি সরবরাহ
দৈনন্দিন জীবনের অপরিহার্য পানিটাই ছিলো তাদের কষ্টের কারণ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলার বাসিন্দারা প্রায় ৫০০ ফুট নিচে অবস্থিত ছড়া থেকে খাবার পানি ও দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতেন।
এবার যেন স্বয়ং দেবী এসে ধরা দিয়েছেন। প্রতিটি ঘরের সামনে বিশুদ্ধ পানির টেপ। চা বাগানের বাসিন্দা শুকতারা গোয়ালা বলেন, ‘এটা আমাদের কাছে দেবীর আশির্বাদ। কত কষ্ট করেছি। এখন ঘরের সামনে পানির টেপ। আর কষ্ট করতে হয় না।’
অন্তরা বাড়াইক নামে আরেক গৃহবধু বলেন, ‘৫০০ ফুট নিচে গিয়ে পানি আনা লাগতো। পানি নিয়া উঠতে পারতাম না। টিলার ছবে (সকলে) কষ্ট করছইন (করেছেন)। এখন আর কষ্ট করা লাগতো নায়। সব শেখ হাসিনায় করে দিছইন। আমরা তাঁর লাগি আশিবার্দ করি।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের বেনিয়া টিলার ১৫০ পরিবারের পানীয়-জলের সমস্যা সমাধানে ‘সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কমিউিনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট’ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন সরদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
এ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে বেনিয়া টিলার বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। হাতের কাছে পানি পেয়ে আনন্দিত তারা।
আইনিউজ/ই.উ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’