নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের যাত্রা শুরু
একশ আটত্রিশ কোটি টাকা ব্যয়ে সিলেটের বিয়ানীবাজারে নির্মিত দেশের ১৫তম বন্দর হিসেবে শেওলা স্থলবন্দর যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার (৭ জুন) বিকেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্থলবন্দরটি উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘এই বন্দর চালুর মধ্য দিয়ে দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হলো। ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে আমাদের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।’
স্থলবন্দরটি চালু হওয়ায় স্বাগত জানিয়ে সিলেট চেম্বারের সহসভাপতি সারোয়ার হোসেন ছেদু বলেন, বন্দরের রাজস্ব আদায় যেন গলার কাঁটা না হয়। তিনি আরও বলেন, ‘আশা করি, অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভালো আকারের রাজস্ব আদায় হবে এবং ভারতের সঙ্গে ব্যবসাও ভালো হবে।’
স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই আমি অনুরোধ করব, কর্মসংস্থানের ক্ষেত্রে যেন এ এলাকার মানুষকে অগ্রাধিকার দেয়া হয়।’
স্থলবন্দর ঘোষণার আট বছর পর শেওলা শুল্ক স্টেশন চালু করা হয়েছে। ব্যবসায়ীদের দাবিতে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম সহজ করতে ২০২০ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ অত্যাধুনিক 'শেওলা স্থলবন্দর প্রকল্প' হাতে নেয়। এই স্থলবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সেভেন-সিস্টারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আইনিউজ/ই.উ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’