নিজস্ব প্রতিবেদক, আই নিউজ
আপডেট: ১৬:৫৬, ১০ জুন ২০২৩
সিলেটে নির্বাচনের সবকিছু ঢাকা থেকে মনিটর করা হবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি- সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেয়া হবে।
আজ শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠ নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের ছাড় দেওয়া হবে না।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ।
সিলেটে কাউন্সিলর পদে ৯২ জন প্রার্থীই স্বশিক্ষিত!
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ৯২ জন ‘স্বশিক্ষিত’। ৭৬ জন প্রার্থী মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। দুজন প্রার্থী ‘স্বাক্ষর জ্ঞানসম্পন্ন’।
রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হলফনামা ঘেঁটে সিলেট সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৭৩ জন প্রার্থীর মধ্যে ৪১ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কোন তথ্য পাওয়া যায়নি।
এর মধ্যে ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের ৩৭ জন প্রার্থীর হলফনামা আপলোডই করা হয়নি। এ ছাড়া ৪, ১০, ১৪ ও ৩৪ নম্বর ওয়ার্ডের একজন করে মোট চারজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার অংশটি হলফনামায় পাওয়া যায়নি। ফলে হলফনামা ঘেঁটে ২৩২ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানা গেছে।
সিসিক নির্বাচন : প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া
এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বনকলাপাড়ার নূরানী এলাকার মফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪২)। একই এলাকার মৃত আকরাম আলীর ছেলে জুবের আহমদ (৩৮) ও এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া এলাকার মিছির আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
বিষয়টি নিয়ে ৭নং ওয়ার্ডের লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বলেন, গত ৬ জুন কাউন্সিলর আফতাব হোসেন খানসহ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে আমার বাসার সামনে সশস্ত্র মহড়া দিয়ে আমার বাসার ফটকে এসে অস্ত্র প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস বলেন, ৭নং ওয়ার্ডের লাটিম মার্কার প্রার্থী সাঈদ আব্দুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিজিটাল প্রচারণায় ৩ সিসিক মেয়র প্রার্থী
সিসিকে মেয়র প্রার্থী সাতজন থাকলেও আলোচনায় রয়েছেন দলীয় তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
গত ২ জুন তারা প্রতীক বরাদ্দ পান। এরপর থেকেই পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রার্থীরা ‘ডিজিটাল’ প্রচারণাই চালাচ্ছেন বেশি। ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে চলছে মেয়র প্রার্থীদের মাইকিং। এতে রয়েছে প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগান। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশয় ঘুরে ঘুরে চালানো হচ্ছে এমন ‘ডিজিটাল প্রচারণা’।
মাইকিং ছাড়া শিডিউল অনুযায়ী মহানগরে বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টায় হাফিজ কমপ্লেক্সে ৪২ ওয়ার্ডের উন্নয়নকর্মীদের সাথে মতবিনিময় করেন।
পরে সন্ধ্যা ৭টায় তাঁর সমর্থনে কালীঘাট পয়েন্ট ও রাত ১০টায় বালুচর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাত ৯টায় সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’