মৌলভীবাজার প্রতিনিধি
পরিত্যক্ত পলিথিন কিনে নেবে মৌলভীবাজার পৌরসভা
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে নাগরিকদের সাথে মতিবিনময় সভা। ছবি- আই নিউজ
মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে পরিত্যক্ত প্লাস্টিক পলিথিন কিনে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র ফজলুর রহমান। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এটা শুরু হবে। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১০ জুন) পৌরসভা হলরুমে মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করার লক্ষ্যে নাগরিকদের সাথে এক মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-২) হাবিবুর রহমান।
সভায় মেয়র ফজলুর রহমান জানান- মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা-বাড়িতেই পৃথকীকরণ করা হবে। অর্থাৎ পচনশীল বর্জ্য থাকবে একটা বিনে। অপচনশীল বর্জ্য থাকবে অপর বিনে। পৌরসভা থেকে ইতোমধ্যে ময়লার বালতি দেওয়া হয়েছে। আরেকটি বিন/বালতি দেওয়া হবে। নাগরিকেরা যেন এই কাজটি করেন সেজন্য আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও র্যা লি করছি।
মেয়র ফজলুর রহমান বলেন- কেউ উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক-পিলিথিন ফেলতে পারবেনা। শহরকে দূষণমুক্ত করতে পৌরসভা প্লাস্টিক-পিলিথিন কিনে নিয়ে সেটা ডাম্পিং স্টেশনে পুণপ্রক্রিয়া করবে। এছাড়া পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার তৈরি করা হবে। বায়োগ্যাস তৈরি করা হবে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
যুগ্মসচিব হাবিবুর রহমান বলেন- মৌলভীবাজার পৌরসভা বাংলাদেশের যেকোনো জেলা শহরের চেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন। এই শহরটি মেয়র ফজলুর রহমানের হাত ধরে পৃথিবীর উন্নত শহরের দিকে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভা মেয়র সিপার উদ্দিন আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভা মেয়র জুয়েল আহমদ, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান, মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বিটিভির জেলা প্রতিনিধি ও সরকারি নিবন্ধিত নিউজ পোর্টাল আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, দেশটিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২-এর সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, শিক্ষক সেলিনা বেগম ও রুহেনা খানম, সামাজিক সংগঠক খালেদ চৌধুরী, মুহিবুর রহমান ও সৈয়দ শাহেদ আহমেদ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’