শাহ মোহাম্মদ রাজুল আলী, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলা
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাইলাল চক্রবর্তীর অবসর জনিত বিদায় উপলক্ষে বুধবার (১৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আশিক আহমদের সভাপতিত্বে ও শিক্ষক অভিভাবক কমিটির সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে, নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করে ছাত্রদের স্মার্ট করে গড়ে তুলতে হবে।'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, শাহবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য খালেদ চৌধুরী, দ্বিপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিলন বালা, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানী মন্ডল, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস আর মসুদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ সিতার আহমদ, পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল গফফার জনি, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শিমুল আহমদ, সহকারি শিক্ষক মাছরুল আহমদ, পি টি আই কমিটির সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা চৌধুরী, সহকারী শিক্ষিকা সুবর্না তুজ ফেরদৌস, রুমা রানী সরকার, ঝুমা সুলতানা চৌধুরী, রেহনুমা সালাম কলি, প্রাপ্তি রানী ভৌমিকসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আইনিউজ/ই.উ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’