হেলাল আহমেদ, আই নিউজ
আপডেট: ১৭:০৬, ১৫ জুন ২০২৩
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সিলেট | Eye News
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সিলেট
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সিলেট। সিলেটে রয়েছে একাধিক আধুনিক ও উন্নত শিশু হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার। এসব ডায়াগনেস্টিক সেন্টারে দেশ বিদেশ থেকে আসেন উচ্চতর ডিগ্রীধারী শিশু বিশেষজ্ঞ ডাক্তারও। যেকারণে সিলেটের বিভিন্ন জেলা-উপজেলাসহ দেশের অনেক জায়গা থেকে বাবা-মায়েরা বাচ্চাদের চিকিৎসার জন্য সিলেট আসেন ভালো ডাক্তারের খোঁজে।
আই নিউজের আজকের প্রতিবেদনে সিলেটের কিছু শিশু বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য দেয়া হবে। যেন আপনার শিশুর অসুস্থ সময়ে চটজলদি চিকিৎসার ব্যবস্থা করে নিতে পারেন। তাই পুরো প্রতিবেদনটি পড়ুন। যাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন তারা এই প্রতিবেদন থেকে সহজেই চিকিৎসক খুঁজে নিতে পারবেন।
অধ্যাপক ডাক্তার সৈয়দ মূসা এম.এ কাইয়ুম
শিশু বিশেষেজ্ঞ ডাক্তার হিসেবে অধ্যাপক ডাক্তার সৈয়দ মূসা এম.এ কাইয়ুম সিলেটে বেশ পরিচিত এবং সফল। তিনি বর্তমানে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। এর আগে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর একজন শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস এবং পিজিপিএন (ইউএসএ), আরসিপিএন্ডএস (আয়ারল্যান্ড)।
অধ্যাপক ডাক্তার সৈয়দ মূসা এম.এ কাইয়ুমের চেম্বারের এর ঠিকানা ইবনে সিনা হাসপাতাল, সুবহানিঘাট, সিলেট। তিনি শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন।
সিরিয়ালের জন্য- ০১০৭৬৭৭৯৯৮৪১, ০১৭১৩৩০১৫২৩,০১৯৭২৮৩২৭৪১
শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত রঞ্জন দে
ডাক্তার প্রভাত রঞ্জন দে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, এফসিপিএস এবং এমডি (শিশু রোগ)। তাঁর চেম্বারের ঠিকানা পপুলার মেডিকেল সেন্টার লিঃ, কাজল শাহ এর নিউ মেডিক্যাল রোড, সিলেট।
তিনি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন।
সিরিয়ালের জন্য- ০১৭১৭৮০২০২
ডাক্তার মো. মাহবুবুল আলম
তিনি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশু বিভাগের একজন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং ডিসিএইচ (এসইউ)।
তাঁর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এবং ডিসিএইচ (এস.ইউ)। তার চেম্বারের ঠিকানা মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট।
ডাক্তার মো. মাহবুবুল আলম
সিরিয়ালের জন্য- ০১৭৮৭৩৬৪১৪৬
ডাক্তার মো. রবিউল হাসান
তিনি রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ। তার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (শিশুরোগ)।
তিনি নিয়মিত এই হাসপাতাল এ রোগী দেখেন। তার চেম্বারে চিকিৎসা নিতে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখেন। সিরিয়ালের জন্য- ০১৭১৬৫৬২১৭৯
ডা. অপরাজিতা চৌধুরী
তিনি ডিসিএইচ (বিএসএমএমইউ) এমবিবিএস (চ.বি), বিসিএস (স্বাস্থ্য), ডিসিএইচ (বিএসএমএমইউ) শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
চেম্বার- শাহজালাল মেডিকেল সার্ভিসেস, মীরের ময়দান, সিলেট।
রোগী দেখার সময়- প্রতিদিন বিকাল ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।
সিরিয়ালের জন্য- ০১৭১৫৯৭১৬৮৫
অধ্যাপক ডা. মো. তারেক আজাদ
তিনি এম.বি.বি.এস, এফ.সি.পি.এস, ডি.সি.এইচ, এম.ডি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।
চেম্বার- ট্রাস্ট মেডিকেল সার্ভিসেস, রুম নং-২৩ (৩য় তলা) ১৬, মধুশহীদ, ওসমানী মেডিকেল রোড, সিলেট
রোগী দেখার সময়- প্রতিদিন বিকাল ৬ টা থেকে রাত ৯ টা (শুক্রবার বন্ধ)
সিরিয়ালের জন্য- ০১৭১৮৪৭৬১৬৮, +৮৮৩১৯২৬৬৭৭৭৯২
অধ্যাপক ডা. মো. নুরুল আলম
এমবিবিএস, এমএস (শিশু সার্জারী), এমবিএ (এইচআরএম) নবজাতক, শিশু ও কিশোর সার্জারী বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু সার্জারী বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট।
চেম্বার- আইডিয়াল কম্পিউটারাইজড ডায়গনস্টিক সেন্টার, রিকাবীবাজার, সিলেট।
রোগী দেখার সময়- প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।
সিরিয়ালের জন্য- ০১৭১১৯০৫০৩৫
সবশেষে কিছু কথা বলে রাখা ভালো। শিশুদের অসুস্থতায় কখনো অবহেলা বা দেরি করবেন না। কারণ, শিশুরা প্রায়শই কোনো অসুখে ভোগলেও সেটি সনাক্ত বা জানাতে পারে না। শিশুর যেটা প্রয়োজন তাকে সময়মতো সেটা দেওয়ার চেষ্টা করবেন। শিশুদেরকে সময় দিন। আপনার পেশাগত ব্যস্ততার বলি হয়ে যেন আপনার শিশুর শৈশব মন নষ্ট হয়ে না যায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’