হেলাল আহমেদ, আই নিউজ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ | Eye News
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন (বুধবার)। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এরিমধ্যে নগরীর ওয়ার্ডগুলোতে প্রচার-প্রচারণা করছেন প্রার্থীরা। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ২০২৩ এ আলোচনায় আছেন আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশ না নেয়ায় যদিও নির্বাচনী উত্তাম অনেকাংশেই কমে গেছে। তবু পুরোদমে চলছে নির্বাচনের প্রচার-প্রচারণা।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ (সিসিক) এর প্রধান আলোচ্য প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে সিসিক নির্বাচনে লড়ছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অসত্য তথ্য দেয়ার অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ, নৌকার প্রার্থী হলফনামায় জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অসত্যভাবে উপস্থাপন করেছেন। এর ফলে তাঁর প্রার্থিতা বাতিল করা হোক।
সশস্ত্র মহড়া দেওয়ায় প্রার্থীতা বাতিল
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এ আলোচনায় আছেন কাউন্সিলর প্রার্থীরাও। বিশেষ করে সিলেটের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে ঝড় তুলেছে। ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খাঁন ও তাঁর অনুসারীরা ওই মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ।
এ ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।
প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা
এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী সবাই। সকলেই নির্বাচনে ভোট নিজেদের দিকে টানতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচন হতে বাকি আর সাত দিন। প্রচার, প্রচারণার শেষ সময়ে এসে মেয়র প্রার্থীরা এখন গণসংযোগের পাশাপাশি মতবিনিময় সভা আর উঠান বৈঠক করে ভোটারদের কাছে নানা পরিকল্পনার কথা বলছেন।
স্থানীয় লোকজনের কাছ থেকে এলাকার সমস্যাগুলো শুনে সেসব সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। মেয়র প্রার্থীদের সমর্থনে তাঁদের কর্মীরাও পৃথকভাবে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতিশ্রুতিতে ভোটারদের বলেছেন, নির্বাচিত হলে তিনি রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংকট দূর, শহর রক্ষা বাঁধ নির্মাণ, সুরমা নদী খনন ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন।
গায়েবী মামলার অভিযোগ
সিসিক নির্বাচনে ৭ নং ওয়ার্ডের এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী গায়েবী মামলা দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ করায় গায়েবি মামলা দেওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী।
গত মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সায়ীদ মো. আবদুল্লাহ নামের ওই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
সিলেটে আনোয়ারুজ্জামানের চেয়ে কেউ যোগ্য নয় : নানক
সিলেট সিটি নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তাই হবে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ, এখনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীই তার মতো যোগ্যতা রাখেন না।
নানক বলেন, বসে থাকলে চলবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে একেকজন আনোয়ারুজ্জামান হয়ে প্রচারণা চালাতে হবে। এখন পর্যন্ত সিলেটের নৌকার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আওয়ামীবিরোধীরা ঐক্যবদ্ধভাবে নৌকা ঠেকানোর চক্রান্তে লিপ্ত। তবে সিলেটবাসী তাদের পাত্তা দিবেন না।
সিলেটের আওয়ামী নেতাকর্মীরা তাদের যেকোন সব চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দিবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
নানক এসময় সিলেটের আওয়ামী নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশ দেন।
বুধবার বুধবার (১৪ জুন) সন্ধ্যায় মহানগরের একটি অভিজাত হোটেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নানক।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ও প্রার্থী
রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এ মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৯ জন প্রার্থী।
সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় ৬৯ জন ‘স্বশিক্ষিত’ ও একজন ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’। ৫১ জন প্রার্থী মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। ৫০ জন স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ।
সিলেট সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। ইসির তথ্যমতে, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার হলেন ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, আর ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এ গত নির্বাচনের চেয়ে ৮২ হাজার পুরুষ ভোটার ও ৮৩ হাজার ৯৬ জন নারী ভোটার বেড়েছে। এর মধ্যে ওয়ার্ড পর্যায়ে ১১ নং ওয়ার্ডে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ৬৭৭ জন ভোটার।
এক নজরে সিলেট সিটি কর্পোরেশন : অর্জন ও গৌরব
সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। "সিলেট সিটি কর্পোরেশন আইন, ২০০১" অনুযায়ী এই সিটি কর্পোরেশন গঠন করা হয়। বলা যায়, শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন গঠন করার জন্যই এই আইনটি করা হয়েছিল। এই সিটি কর্পোরেশন এলাকা বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণার্থে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত।
২০১২ সালে এই সিটিতে মেয়র পদে মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান। নির্বাচিত হন। করোনাকালীন সময়ে তিনি গত হন। সিটির বর্তমান মেয়র হলেন আরিফুল হক চৌধুরী। যদিও আরিফ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ বয়কটের ঘোষণা দিয়েছেন।
প্রতিষ্ঠার পরে সিলেট সিটি কর্পোরেশন জন্মনিবন্ধন কার্যক্রমে গঠনমূলক সাফল্যের স্বাক্ষর রাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জন্মনিবন্ধন কার্যক্রমে ৪৫ দিন বয়সের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিশুর জন্ম নিবন্ধনকারী সফল ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে এই সিটি কর্পোরেশন প্রথম হবার গৌরব অর্জন করে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’