সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে ফুলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৭ নং ফুলতলা ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ঘোষণা করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু। তিনি মোট ১ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭১২ টাকার বাজেট ঘোষণা করেন। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা।
সোমবার (১৯ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২৪ অর্থবছরের এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান।
ইউনিয়নের সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা বিওপি কোম্পানি কমান্ডার ইউনুস মিয়া, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডা: কাঞ্চন কুমার চক্রবর্তী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান আলী, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, যুগ্ম আহবায়ক সানি পান্ডে, ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য দছির উদ্দিন, ইমতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, শামসুল ইসলাম, মোরশেদ আহমদ রাজা, জলিল মিয়া, বিদ্যাসাগর তেলী, অর্জুন গোয়ালা, উত্তম গোস্বামী। আরোও উপস্থিত ছিলেন ইউনিয়নের মহিলা সদস্য মিলন বেগম, অষ্টমী ভূমিজ ও জুলেখা বেগম।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু জানান, এ বাজেটে ফুলতলা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’