হেলাল আহমেদ, আই নিউজ
এবার ঈদে মৌলভীবাজারে পশু ঘাটতি সাড়ে ১৮ হাজার
মৌলভীবাজারের একটি হাটে তোলা কোরবানির গরু। ছবি- হেলাল আহমেদ
ঈদুল আজহা ২০২৩ বাংলাদেশে পালিত হবে আগামী ২৯ জুন। ঈদকে ঘিরে এরিমধ্যে দেশে শুরু হয়েছে কোরবানির পশু ক্রয়-বিক্রয়। মৌলভীবাজার জেলায় এবছর কোরবানির ঈদে সাড়ে ১৮ হাজার পশু ঘাটতি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২০ জুন) কোরবানির হাট, ঈদ ও চামড়া সংরক্ষণ নিয়ে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মহসিন, পৌর মেয়র ফজলুর রহমান।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভায় জানান, এবছর জেলায় কোরবানির জন্য প্রয়োজন ৮০ হাজার ৬৯২টি পশু। বিপরীতে জেলায় পশু মজুদ আছে ৬২ হাজার ৫২টি। ঘাটতি রয়েছে ১৮ হাজার ৬৪০টি। এই পশু ঘাটতির প্রভাব পশুর হাটের পশু বিক্রিতে প্রভাব ফেলবে কিনা সেটি এখন দেখার বিষয়।
যদিও বাইরের জেলা থেকে আসা পশু দিয়ে তা পুষানো যাবে বলেও জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়।
এদিকে এই ঈদে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ৭০০ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে যানবাহন নিয়ত্রনে আরও ২০০ পুলিশ মোতায়েন থাকবে।
জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৪ টি পশুর হাট বসবে। এরমধ্যে স্থায়ী ১৯টি ও অস্থায়ী ১৫টি রয়েছে। শহরের বাহিরে বাস টার্মিনাল এলাকায় এবছরও অস্থায়ী কাচা চামড়ার বাজার বসবে বলে জানানো হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, জেলায় শান্তিশঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠভাবে কোরবানির হাট পরিচালনা করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, চামড়া সংরক্ষণ করতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। ৭দিনে আগে ঢাকার বাহিরে থেকে চামড়া ঢাকায় নেয়া যাবেনা।
লবন যাতে পর্যাপ্ত পরিমানে ব্যবসায়ীরা পায় সে ব্যবস্থাও করা হবে। এসময় চামড়া ব্যবসায়ীরা বলেন, টেনারী মালিকদের কাছে তাদের কোটি টাকার উপরে পাওনা রয়েছে। গত বছরেও তারা লোকসান গুনতে হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’