নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভোট গ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
সিলেটে শেষ হলো ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর সবকটি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়রের মুকুট পরেছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। সেই পরিষদে কাউন্সিলর ছিলেন আরিফুল হক চৌধুরী। এরপর টানা ১০ বছর আসন ধরে রেখেছিলেন কামরান। সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে ঘটে ছন্দপতন। হেভিওয়েট কামরানকে পরাজিত হতে হয় সেই আরিফের কাছে। এরপর টানা দুইবার আরিফে ধরাশায়ী হন কামরান।
সেই পরাজয়ের জন্য দায়ী করা হয় দলের দুর্বল সাংগঠনিক অবস্থাকে। আওয়ামী লীগের কতিপয় নেতার ‘বিশ্বাসঘাতকতা’ও কামরানকে নির্বাচনে ডুবিয়ে ছিল এমনটাও ছিল আলোচনায়। তাই এবার কেন্দ্র থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় দলীয় ঐক্যে। কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে দলীয় নেতাকর্মীদের কড়া হুশিয়ারি দিয়েছেন। বলেছেন, ‘হারের হ্যাট্টিক নয়, আনোয়ারুজ্জামানকে দিয়ে মেয়রের আসন পুণরুদ্ধার’ চান তারা।
মেয়রের আসন পুণরুদ্ধারের সেই অগ্নিপরীক্ষায় স্থানীয় নেতারা কতটুকু সফল হতে পেরেছেন তার প্রমাণের জন্য অপেক্ষা করতে হবে আজ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত। আর ‘নৌকা’ বিরোধী ভোটে জাতীয় পার্টির প্রার্থী কী চমক দেখাতে পারেন, সেটার জন্য সিলেটবাসীকে ফলাফল পর্যন্ত থাকতে হচ্ছে অপেক্ষায়। নির্বাচনে লাঙ্গলের বিজয় হলে সেটা হবে নতুন ইতিহাস। এর আগে সিলেট সিটি নির্বাচনে দু’বার প্রার্থী দিলেও জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ৮ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। সিলেটে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা শক্তিশালী না থাকায় শুরু থেকেই কর্মী সংকটে পড়েন বাবুল। নির্বাচনে তার ভরসা হয়ে ওঠে ‘নৌকাবিরোধী’ ভোট। কাউন্সিলররা ভোটারদের কেন্দ্রে টানতে পারলে নৌকাবিরোধী ভোট লাঙ্গলে পড়বে- এমন আশায় বুক বেঁধে আছেন তিনি। নৌকার ভোটারের চেয়ে বিরোধী বলয়ের ভোট বেশি হবে- এমন প্রত্যাশাও করছেন তিনি। কিন্তু শেষ সময়ে এসে বৈরি আবহাওয়ায় বাবুলের কপালে ভাঁজ পড়ে।
ভোটার কতটুকু কেন্দ্রে আনা সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘কাউন্সিলর প্রার্থীরা তাদের ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবেন। বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কিছু কম হবে, তবে কাউন্সিলররা সর্বাত্মক চেষ্টা করবেন। কাউন্সিলর ভোটের সাথে মেয়রের ভোটও কাস্ট হবে।’
নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, মানুষ এই সরকারকে আর পছন্দ করছে না। তারা নৌকার বিপক্ষে ভোট দিয়ে সরকারকে কড়া বার্তা দিতে চায়। এজন্য লাঙ্গলের পক্ষে জোয়ার ওঠেছে। সেই জোয়ার দেখে প্রশাসন ও সরকার দলীয় প্রার্থী নানা কুটকৌশলের আশ্রয় নিচ্ছেন। জয় ছিনিয়ে নেওয়ারও আগাম ষড়যন্ত্র করছেন।
তবে বাবুল নৌকা বিরোধী ভোট দিয়ে নির্বাচনী বৈতরণী পারের যতই কথা বলুন না কেন সেটা আমলে নিতে রাজি নয় আওয়ামী লীগ। টানা দুইবার দলীয় প্রার্থীর পরাজয়। দল ক্ষমতায় থাকলেও মেয়রের চেয়ারে নেই দলীয় প্রতিনিধি। এই দুঃখ এবার ঘুচাতে চায় দলটি। এবার যাতে পরাজয়ের পুণরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য কেন্দ্র থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। কেন্দ্র থেকে দফায় দফায় নেতারা এসে সিলেটে সভা করেছেন। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বসেছেন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ঐক্য হতে হবে ইস্পাতকঠিন। কেন্দ্রীয় নেতাদের চাপে পড়ে সকল বিভেদ ভুলে এবার দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে নামেন আধাজল খেয়ে। নৌকার বিজয়ের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের মেয়রের চেয়ার দলকে উপহার দিতে মরিয়া নেতাকর্মী। নির্বাচনের দিন বৃষ্টি হলেও নৌকার পক্ষের কোন ভোটার যাতে ভোট দেওয়া থেকে বাদ না পড়েন সে বিষয় নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আলাদা কমিটি করা হয়েছে।
বিএনপি-জামায়াতকে নিয়ে শেষ হিসেব:
সিটি নির্বাচন বর্জন করেছে বিএনপি জামায়াত। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আজীবনের জন্য বহিস্কার করেছে বিএনপি। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্রে না যেতে নিষেধ করেছে দলটি। কিন্তু জামায়াত মেয়র পদে প্রার্থী না দিলেও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন দলটির নেতাকর্মীরা। ফলে নির্বাচনের দিন জামায়াতের নেতাকর্মীরা ভোট দিতে যাবেন এমনটা প্রায় নিশ্চিত। এছাড়া কাউন্সিলর প্রার্থী হয়ে দল থেকে বহিস্কৃত হওয়া নেতাদের পক্ষেও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ভোট দিতে যাবেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে বিএনপি ও জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা ভোট দিতে গেলে মেয়র পদে তাদের ভোট কার পক্ষে পড়বে এটা নিয়েই চলছে শেষ হিসেব নিকেষ।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’