নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি নির্বাচনের দিন মৌলভীবাজারে ছাগলের হাটে মেয়র আরিফ
ছবি : মুজিবুর রহমান রনজু
সিলেট সিটি কর্পোরেশনে যখন নির্বাচন চলছে। ঠিক তখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছাগল কেনায় ব্যস্ত বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। কিনেন পছন্দের ছাগল।
আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচন। এই দিনে তিনি ভোট না দিয়ে চলে যান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে দাদার বাড়ি চৌধুরী বাড়িতে। সেখানে তিনি আম কুড়ান। পরে বিকেলে চলে যান শমসেরনগরে গরুর হাটে। এ সময় মেয়র আরিফুল হক বলেন- অনেকদিন বাড়িতে আসা হয়না। এই সুযোগে বাড়িতে আসলাম।
নির্বাচনের দিন ভোটের মাঠে নেই কেন। কেনই বা ভোট দেননি। এমন প্রশ্নের উত্তরে মেয়র বলেন- এই প্রহসনের নির্বাচন বিএনপি বর্জন করেছে। এমন নির্বাচনে আমি ভোট দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না।
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফ বলেন, আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এই নির্বাচন নিয়ে আমার কোন আগ্রহ নেই।
নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র আরিফের বাসায় গিয়ে তার সাথে বৈঠক করেন।
এনিয়ে নগরে গুঞ্জন থাকলেও তিনি কাউকে সমর্থন দেননি জানিয়ে আরিফ বলেন, কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তিনি টানা দুইবার নির্বাচিত মেয়র। উন্নয়ন, জপ্রিয়তা এবং ক্যারিশম্যাটিক গুণের কারণে তিনি আলোচিত-সমালোচিত একজন নগরপিতা। তিনি কৌশলী নেতা হিসেবে পরিচিত।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’