প্রদীপ চন্দ্র নাহা
আপডেট: ১১:১২, ২২ জুন ২০২৩
মৌলভীবাজারের অর্ণির কৃতিত্ব
শিক্ষামন্ত্রী ড. দীপু মনির কাছ থেকে পদক গ্রহণ করছে রুবাইয়াত ইউসুফ অর্ণি। ছবি- সংগৃহীত
বহুমুখী প্রতিভার অধিকারী দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত ইউসুফ অর্ণি। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ মৌলভীবাজার জেলার অর্ণি দুইটি বিষয়ে- হামদ নাতে ২য় ও দেশাত্মবোধক সঙ্গীতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করে জেলা তথা সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করে।
শিক্ষামন্ত্রী দীপুমনির কাছ থেকে এবছর দুটি পদক অর্জন করেছে। পাশাপাশি এবারের শিক্ষা সপ্তাহে আমার লিখা জারীগানে উপজেলা, জেলা ও বিভাগে ১ম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়ও অর্ণি জাতীয় পর্যায়ে হামদ-নাতে ৩য় স্থান অধিকার করে বিজয় ছিনিয়ে আনে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সংগীতের ২টি বিষয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য অপেক্ষমান। তাছাড়া, সত্যেন সেন গণ সংগীত প্রতিযোগীতায় বহুবার জাতীয় ভাবে ১ম স্থান অধিকার করেছে।
সংগীতের পাশাপাশি অভিনয়, নৃত্যকলা, তবলা ও গীটারে অর্ণি সমানতালে পারদর্শী। বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক রিয়াজের সাথে এন টিভিতে প্রচারিত টেলিফিল্মেও অভিনয় করেছে অর্ণি।পরে আরও কিছু টেলিফিল্মে দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রাখে।
অর্ণি আমার কাছে নৃত্যে ৪ বছরের তালিম নিয়েছিল। শিখনকালীন সময়ে নৃত্যেও অর্ণি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। তারমধ্যে বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তির রজতজয়ন্তী, নৃত্যশিল্পী সংস্থার প্রতিযোগিতা ও নৃত্যগুরু লায়লা হাসানের বাংলাদেশ টেলিভিশনের রুমঝুম অনুষ্ঠান।
মৌলভীবাজারের সংগীত প্রশিক্ষক মীর ইউসুফ আলী ও নাট্যকর্মী দোলন ইউসুফের একমাত্র কন্যা রুবাইয়াত ইউসুফ অর্ণির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’