নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:৩৪, ২৭ জুন ২০২৩
ঈদ কাটাতে মৌলভীবাজার শহর ছাড়ছেন ঘরমুখো মানুষ

শেষ সময়ে বাড়ি ফিরতে বাস ধরছেন যাত্রীরা। ছবি- আই নিউজ
ঈদের বাকি আর মাত্র একদিন। আগামী ২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজকে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় এরিমধ্যে রাজধানী ঢাকাসহ কর্মস্থল ছেড়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে পথ ধরেছেন মানুষজন। মৌলভীবাজারেও ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে লক্ষণীয়। যানবাহনে বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ।
সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই বাড়ি ফেরা মানুষদের বাস স্টপেজগুলোতে আসতে দেখা যায় ব্যাগ হাতে। নারী-পুরুষ, শিশুসহ কেউ অপেক্ষা করছেন গাড়ির জন্য। আবার কেউ রাত্রের গাড়িতে চড়ে মৌলভীবাজারে এসে নেমেছেন।
মঙ্গলবার (২৭ জুন) সকালে শহরের ঢাকা বাসস্ট্যাণ্ডে কথা হয় ইকবাল হোসেন নামের একজনের সাথে। মৌলভীবাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। ছুটিতে আজ বাড়ি ফিরছেন তিনি। ইকবাল হোসেনের সাথে আলাপ করলে তিনি বলেন- আমার বাড়ি সুনামগঞ্জে। কিন্তু মৌলভীবাজারে থেকে চাকরি করি। প্রতি ঈদেই ছুটিতে বাড়িতে চলে যাই ঈদ কাটাতে। এবারও যাচ্ছি। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি।
আজকে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় তাছাড়া ঈদের শেষ মুহুর্ত থাকায় যানবাহনে চাপ বেশি বলেও জানান ইকবাল।
বাসস্ট্যাণ্ডে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের জন্য অপেক্ষারত যাত্রী মুজিবুর রহমান। তিনি যাবেন সিলেটের লক্ষীপাশায়। সেখানে বাড়ি হলেও একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে তাকেও মৌলভীবাজার থাকতে হয়।
মুজিবুর রহমান বলেন- অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করছি। দুইটি বাস এসে গেছে। প্রচণ্ড ভিড় থাকায় উঠিনি। আসলে ঈদের আগের সময়টায় এরকম চাপ থাকেই।
ঈদকে কেন্দ্র করে বাস ভাড়া বৃদ্ধি হয়েছে কি-না জানতে চাইলে বলেন, এখন পর্যন্ত বাস ভাড়া বেড়েছে এমন খবর পাই নি।
এদিকে ঈদের মাত্র একদিন হাতে থাকায় মৌলভীবাজারে ফিরছেন কাজেকর্মে বাইরের জেলা, উপজেলাগুলোতে থাকা মানুষজন। বাস ভর্তি যাত্রী এসে নামছেন ঢাকা বাসস্ট্যাণ্ড, চাঁদনীঘাট বাসস্ট্যাণ্ডে।
এদিকে শহরে নিরাপত্তা নিশ্চিতে এবং সকল ধরনের নাশকতা এড়াতে ঈদকে কেন্দ্র করে মৌলভীবাজার সদরে মাঠে আছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও। শহরের ব্যস্ততম এলাকাগুলোসহ সারা শহরে বেড়েছে পুলিশের নিরাপত্তা টহল।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, ঈদের আগে পরে সর্ব সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা পুলিশ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’