নিজস্ব প্রতিবেদক
বড়লেখায় পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করছেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে দেশ হবে স্মার্ট বাংলাদেশ।’
আজ রোববার (২ জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৃত্তি ও শিক্ষামূলক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ‘অনেকে বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে না পেরে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মনে করছে এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশকে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো দেশে পরিণত করতে পারবে না। তাই, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
মো. শাহাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ গৃহস্থের মতো হাঁস-মুরগি ও কবুতর পালন করেন। সাধারণ গৃহস্থকে কিভাবে সাহায্য করা যায় তা তিনি ভাল করেই জানেন। তাঁর নির্দেশনা অনুসারে জনগণের জীবনমান উন্নয়নের জন্য সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। এগুলো ব্যবহার করে সন্তানদের শিক্ষিত করতে ও পরিবারের আয় বাড়াতে পারবেন উপকারভোগীরা।’
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ। পরিবেশমন্ত্রী এর আগে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর অনুকূলে পাওয়া উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ থেকে জুড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ছাতা, দুঃস্থ নারীদের জন্য সেলাই মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় হাঁস-মুরগি ও গরুর ঘরের উপকরণ বিতরণ করেন। এ ছাড়া মন্ত্রী জুড়ী টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন। পাশাপাশি তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা সড়ক বিভাগের চৌমুহনী-হাকালুকি হাওড় রাস্তার সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আইনিউজ/ইউ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’