নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
শপথ নিলেন আনোয়ারুজ্জামান, গদি পাচ্ছেন অক্টোবরে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে মেয়র আনোরুজ্জামান চৌধুরী। ছবি- পিআইডি
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর নবনির্বাচিত মেয়র আনোরুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে শপথ নিয়েছেন। আজ (৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে আজ শপথ বাক্য পাঠ করলেও এখনি মেয়রের গদি পাচ্ছেন না নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আইন অনুযায়ী তিনি সিসিকের সকল দায়িত্ব পাবেন আগামী অক্টোবরে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়রকে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় সিলেটের নির্বাচিত মেয়রকে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বর্তমান মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের ৮ অক্টোবর। সে হিসাবে আগামী ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এরপর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়রের দায়িত্ব নেবেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’