কানাইঘাট প্রতিনিধি
আপডেট: ১১:৫১, ৬ জুলাই ২০২৩
ঢাকা থেকে ভোলাগঞ্জে ঘুরতে এসে পানিতে নিখোঁজ পর্যটক
(ডানে) নিখোঁজ আব্দুস সালাম (২৩)।
ঢাকা থেকে সপরিবারে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে সাতার কাটতে গিয়ে এক পর্যটক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবকের মৃত দেহ।
নিখোঁজ যুবকের নাম আব্দুস সালাম (২৩)। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা। গত রোববার (২ জুলাই) ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে দুপুর আড়াইটায় সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। এরপর টানা ২৮ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ পর্যটক উদ্ধারে কাজ করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁর খোঁজ মিলেনি। আগামীকাল মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। রোববার দুপুরে সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও এখনো তাকে পাওয়া যায়নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’