ইমরান আল মামুন
আপডেট: ২০:১৯, ৯ জুলাই ২০২৩
সিলেট কিসের জন্য বিখ্যাত

আজকের প্রতিবেদনে রয়েছে সিলেট কিসের জন্য বিখ্যাত, সিলেটের বিখ্যাত ব্যক্তির নাম এবং সিলেটের বিখ্যাত খাবারের তালিকা সম্পর্কে। অর্থাৎ আজকের এই আর্টিকেলের মাধ্যমে একজন পাঠক জানতে পারবেন সিলেট সংক্রান্ত সকল তথ্য ভান্ডার।
দেশের সকল বিভাগের মধ্যে অন্যতম একটি বৃহত্তর বিভাগ হচ্ছে সিলেট। যা বাংলাদেশের একটি সীমানা ঘেঁষে অবস্থান করছে। এখানে প্রচুর লোক বসবাস করে এবং এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর। সিলেটে শুধুমাত্র সিলেটের লোক বসবাস করে না। এখানে বসবাস করে বাংলাদেশের সকল প্রান্তের লোকগুলো। এছাড়াও প্রতিনিয়ত মানুষ এ অঞ্চলে ভ্রমন করে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য।
অর্থাৎ সিলেটের বিখ্যাত কিছু অঞ্চল দেখার জন্য প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রচুর লোক সমাগম ঘটে। আজকে আমরা এই বিখ্যাত অঞ্চল সমূহ সম্পর্কে জানব এবং জানবো আরো বিখ্যাত সকল খাবার সম্পর্কে। সিলেট কিসের জন্য বিখ্যাত সে বিষয়ে জানার পূর্বে আমরা এ অঞ্চলের কিছু সংক্ষিপ্ত ধারণা জেনে নিব।
সিলেটের জনসংখ্যা এবং প্রশাসন
বর্তমান সময়ের সিলেটের জনসংখ্যা হচ্ছে ৯৫ লক্ষ ৫০ হাজার ৭২২ জন। বৃহত্তর এই সিলেটের মোট আয়তন হচ্ছে ১২ হাজার ৫৯৫ বর্গ কিলোমিটার। এতে রয়েছে বিভিন্ন উপজেলা এবং পৌরসভায় বিভক্ত ছোট ছোট অঞ্চল। সিলেট জেলায় মোট ১৩ টি উপজেলা রয়েছে। উপজেলা গুলো নিচে দেওয়া হল:
- বিশ্বনাথ
- সিলেট সদর
- গোপালগঞ্জ
- জকিগঞ্জ
- বিয়ানী বাজার
- দক্ষিণ সুরমা
- বালাগঞ্জ
- কানাইঘাট
- কোম্পানীগঞ্জ
- গোয়াইন হাট
- ফেঞ্চুগঞ্জ
- জৈন্তাপুর
- ওসমানী নগর
সিলেটের সংস্কৃতি
যদি কেউ বলে সিলেট কেন বিখ্যাত? তাহলে প্রথমে আসে সিলেটের সংস্কৃতির উপর। কারণ সিলেটের সংস্কৃতি একজন ভ্রমণকারীকে মন মুগ্ধ করে তুলবে এটা সুনিশ্চিত। কারণ এখানে রয়েছে পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চল এবং চরাঞ্চল। অর্থাৎ সারা সিলেট জুড়ে মোট বেশ কয়েক প্রকারের মানুষ এখানে বসবাস করে। যাদের সংস্কৃতি ভিন্ন ভিন্ন। আর এই ভিন্ন ভিন্ন সংস্কৃতির থাকার কারণে সবার নতুন অভিজ্ঞতা হয় জানার ক্ষেত্রে। যেমন এখানে উপজাতিদের সংস্কৃতি সম্পর্কে জানা যায় ঠিক তেমনভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কেও জানতে পারা যায়। প্রতিবছর বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয় সারা সিলেট জুড়ে।
সিলেট কিসের জন্য বিখ্যাত
সাধারণ জনগণ এবং ভ্রমণকারীদের কাছ থেকে বিশেষ এক মাধ্যমে জরিপ করে দেখা গেছে সিলেট সবচেয়ে বিখ্যাত হচ্ছে টুরিস্ট স্পট অর্থাৎ দর্শনীয় স্থান গুলোর জন্য। কারণ এখানে শুধুমাত্র চার থেকে পাঁচটি নয় প্রায় ৩০টির অধিক দর্শনীয় স্থান রয়েছে। যেখানে প্রতিবছর প্রায় কয়েক লক্ষ মানুষ ভ্রমণ করে থাকে। এমন কিছু দর্শনীয় স্থানের তালিকার নিচে দেওয়া হল।
- হযরত শাহজালাল মাজার
- ড্রিমল্যান্ড পার্ক
- তামাবিল
- ওসমানী স্মৃতি জাদুঘর
- ওসমানী শিশু পার্ক
- এমসি কলেজ
- মনিপুরী রাজবাড়ী
- শ্রীমঙ্গল
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- হাম হাম জলপ্রপাত
- হবিগঞ্জ জেলার মশাজানের দিঘি
- জাফলং
- ফেঞ্চুগঞ্জ সার কারখানা
- বিছানাকান্দি
- লাউ ছড়া জাতীয় উদ্যান
- রাতারগুল জলা বন
- শাহ পরানের মাজার
- মাধবকুণ্ড
- আলি আমজাদের বাড়ি
- সিলেটের হাকালুকি হাওর
- লালাখাল
- জলাবন
- সিলেট চা বাগান
- শ্রীমঙ্গলের সীতেশ বাবুর চিড়িয়াখানা
সিলেটের বিখ্যাত ব্যক্তি নামের তালিকা
সিলেট কিসের জন্য বিখ্যাত এই কথাটি উঠলে চলে আসে সিলেটের বিখ্যাত ব্যক্তিদের নাম সম্পর্কে। কারণ এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের দেশের জন্য। যেমন কেউ করেছে রাজনীতিতে, কেউ করেছে বাংলা সাহিত্যের জন্য, আবার কেউ করেছেন শিক্ষা ক্ষেত্রে। তবে যাই হোক তারা সবাই আমাদের সিলেট জেলাকে গর্বিত করেছে এবং সারা দেশের পরিচিতি লাভ করেছে। তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। আসুন দেখে নেই এমন কিছু ব্যক্তিবর্গ সম্পর্কে।
- সৈয়দ মুর্তজা আলী - ইতিহাসবিদ
- শাহ আব্দুল করিম- বাউল সম্রাট
- হুমায়ুন রশিদ চৌধুরী- সাবেক স্পিকার
- শামসুল উলামা আবু নহর ওহীদ - শিক্ষাবিদ
- রাধা রমন দত্ত - বৈষ্ণব কবি
- আফজাল চৌধুরী - কল্যাণব্রতের কবি।
- এম এ জি ওসমানী- বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
- ভূদেব চৌধুরী- সাহিত্যিক ও গবেষক।
- গুরুসদয় দত্ত - ব্রতচারী আন্দোলনের জনক।
- মহাকবি শেখ চান্দ - মধ্যযুগের বিখ্যাত কবি।
- মাহমুদ আলী - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ।
- হাসন রাজা - কবি
- গবীন্দ্র চন্দ্র দেব- দার্শনিক
- মুরারি গুপ্ত - চৈতন্যযুগের বিখ্যাত কবি এবং চরিতসাহিত্যের প্রথম রচয়িতা
- সুন্দরীমোহন দাস- ব্রিটিশ বিরোধী রাজনীতিবিদ।
- মৌলভী মোনাওর আলী - রাজনীতিবিদ।
- মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম - রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ।
- নুরুর রহমান চৌধুরী - তৎকালীন পাকিস্তানের অর্থমন্ত্রী।
- আবদুল মতিন চৌধুরী - রাজনীতিবিদ।
- যতীন্দ্রমোহন ভট্টাচার্য- সাহিত্য গবেষক।
- সৈয়দ মুজতবা আলী - বিখ্যাত সাহিত্যিক
- রাণী হামিদ - বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবাড়ু।
উপরের এই কারণগুলো ব্যতীত সিলেট আরো বেশ কয়েকটি বিষয়ের জন্য বিখ্যাত। যেগুলো নিয়ে সাধারণ মানুষ গুগলে সার্চ করে থেকে সিলেট কিসের জন্য বিখ্যাত? এখন সে সকল প্রশ্নের উত্তর দিব আমরা।
সিলেটের বিখ্যাত খাবার কি?
সিলেটের বিখ্যাত খাবার তালিকায় রয়েছে সাতকরা, বিখ্যাত মিষ্টি রসমালাই এবং সাগর ভোগ।
সিলেটের ঐতিহ্যবাহী পণ্য কোনটি?
সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী পণ্য বা সেবা হচ্ছে চা পাতা, বেতের তৈরি আসবাব, শীতল পাটি, আচার ইত্যাদি।
সিলেটের বড় হাওর কোনটি?
সিলেটের মধ্যে সবচেয়ে বড়া হাওয়ার হচ্ছে হাকালুকি হাওয়ার।
"সিলেট কিসের জন্য বিখ্যাত" এ বিষয়টি জানার পাশাপাশি এক নজরে সিলেট সম্পর্কে জানতে নিচে দেখুন। কারণ আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে সিলেট সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ সকল বিষয় এবং তথ্যগুলো।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’