নিজস্ব প্রতিবেদক
সিলেটে সমাবেশ সফল করতে নানা প্রস্তুতি বিএনপির
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ নানা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ৯ জুলাই সিলেট মহানগরে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। দলটির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে।
ইতিমধ্যে সমাবেশ সফল করতে নানা প্রস্তুতি নিয়েছে দলটি। সমাবেশ উপলক্ষে সিলেট মহানগর ছাড়াও বিভাগের বিভিন্ন উপজেলায় প্রচারপত্র বিলি, সভা করে নেতার্কীদের উজ্জীবিত করছে দলটি। তাদের প্রেরণা জোগাতে ও নির্দেশনা দিতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। গত কয়েক দিন ধরে সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতারও মহানগরও প্রচারণা চলছে জেলা, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহেদুল কবীর, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সভা করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রচারণা চালাচ্ছেন।
তারা সিলেটের সমাবেশকে তরুণসমুদ্রে পরিণত করার জন্য যুবসমাজের প্রতি আহবান জানান।
সমাবেশকে সামনে রেখে বসে নেই স্থানীয় বিএনপির নেতারাও। সফল করতে মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে দলের সিনিয়র নেতাদের নিয়ে জরুরি সভা করে জেলা ও মহানগর বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
বুধবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। নগরীর আম্বরখানা, দরগাগেট ও চৌহাট্টা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপি নেতারা।
আলীয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ মৎস্য বিষয়ক সম্পাদক জালালা খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘‘আগামী ৯ জুলাই সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে গণমানুষের মিলন মেলা হবে। বাংলাদেশ মানুষ আজ রাষ্টীয় সরকারের পরিবর্তন চায়। ফ্যাসিবাদী সরকারের আর সময় নেই। অচিরেই এ ফ্যাসিবাদী সরকারের পতন হবে। আওয়ামী লীগ সরকারের পতন এখন মাত্র সময়ের ব্যাপার।’’
এদিকে তারণ্যের সমাবেশ সফল করতে বুধবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহেদুল কবীর।
সভায় তিনি বলেছেন, ‘‘সরকার ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। এখন কথিত স্মার্ট বাংলাদেশের কথা বলে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে চায়। দেশের অন্যান্য নাগরিকদের মতো তরুণ সমাজও আজ ভোটাধিকার থেকে বঞ্চিত।
‘‘দেশে আইনের শাসন, কথা বলার স্বাধীনতা নেই। তাই তরুণ সমাজকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশে তরুণ সমাজের ঢল নামবে ইনশাআল্লাহ।’’
অন্যদিকে মঙ্গলবার দিনভার নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি রাতে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।
সভায় তিনি বলেন, ‘‘নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়া হাসিনা সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনার প্রতি হিংসার শিকার হয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় বন্দি রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলা নিয়ে প্রবাসে। সেখানে থেকেই তিনি দেশ বাঁচাতে আমাদেরকে দিক নির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছেন।
‘‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াছ আলী, ছাত্রদলনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীসহ অগনিত নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। এসবের বদলা নিতে, বিচার করতে এবং দেশ বাঁচাতে ৯ জুলাই তারুণ্যের সমাবেশ সফল করতে হবে। এই পূণ্যভূমি সিলেট থেকে আওয়ামী দুঃশাসনের পতন ঘটাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’