নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪২, ৬ জুলাই ২০২৩
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৌলভীবাজার সদর হাসপাতাল

জেলা প্রশাসকের কাছ হাসপাতালের পক্ষে থেকে পুরষ্কার নিচ্ছেন ডা. বিনেন্দু ভৌমিক।
'পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস' বা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল।
প্রসবের পর থেকে এক বছর পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য যে কোনও জন্ম নিয়ন্ত্রণের জন্য যে কোনও ব্যবস্থা গ্রহণ করাই প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা (পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি)।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) এ পুরস্কার প্রদান করা হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছ থেকে হাসপাতালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ও পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস মৌলভীবাজারের সদস্যরা। এসময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক খোন্দকার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মৌলভীবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. বিশ্বজিৎ ভৌমিক প্রমুখ।
পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে ডা. বিনেন্দু ভৌমিক আই নিউজকে বলেন, প্রসবের পর থেকে এক বছর পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য যে কোনও জন্ম নিয়ন্ত্রণের জন্য যে কোনও ব্যবস্থা গ্রহণ করাই প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা বা পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি। এই সার্ভিসের আওতায় প্রসব পরবর্তীকালে মায়েদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে নানা ধরনের সেবা, পরিকল্পনা পদ্ধতি ও দিকনির্দেশনা দেয়া হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং সেবা খুব ভালোভাবে দেওয়া হয়। যে কারণে সিলেট বিভাগে হাসপাতালটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
ডা. ভৌমিক বলেন, পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি গ্রহণ করলে মায়েদের প্রসব পরবর্তী জটিলতা, মৃ ত্যু ঝুঁকিসহ মা ও শিশুর সঠিক যত্নের ব্যাপারে বিশেষ সুবিধা ও জ্ঞান লাভ করেন। এই পদ্ধতির মাধ্যমে একটি সন্তান জন্মদানের পর আরেকটি সন্তান নেয়ার আগে বাবা-মা দুজনকেই সঠিক পরিকল্পনায় সহায়তা করে।
মাতৃসেবার বিশেষ এই ক্ষেত্রে বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, অবশ্যই এটা অনেক আনন্দের ব্যাপার। এরকম একটি মনোহরা অর্জন আমাদের কর্মোদ্যোগ ও নিষ্ঠাকে উজ্জীবিত করে।
আই নিউজ/এইচএ
স্বাস্থ্য বিষয়ক আর্টিকেলে আরো পড়ুন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’