নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:২১, ৮ জুলাই ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়গুলোতে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম
পৌর মেয়রের উপস্থিতিতে একটি বিদ্যালয়ে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম। ছবি- আই নিউজ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশার লার্ভা নিধন কার্যক্রম।
আজ শনিবার (৮ জুলাই) শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্ন ও মশার ঔষধ ছিটানো হয়েছে।
মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- ঈদের বন্ধের পর আগামীকাল রোববার (৯ জুলাই) থেকে বিদ্যালয়গুলো খুলবে এবং পাঠদান শুরু হবে। এ অবস্থায় শিশুরা যেন ডেঙ্গু আক্রান্ত না হয় সেজন্য পৌরসভার উদ্যোগে আজ শহরের সবকটি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করা হয়েছে। একই সাথে মশার ঔষধ ছিটানো হয়েছে। আগামীকাল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশার ঔষধ ছিটানো হবে।
এদিকে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্বাশ্বতী দাশ আই নিউজকে বলেন- আমাদের বিদ্যালয়কে পৌরসভা প্রথমে পরিচ্ছন্ন করে দিয়েছে। পরে মশার ঔষধ ছিটানো হয়েছে। মেয়র মহোদয় নিজে উপস্থিত হয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। আমরা নিজেরাও পরিচ্ছন্নতা, ধোয়া-মুছা করেছি।
প্রধান শিক্ষক বলেন- আগামীকাল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এ বিষয়ে সচেতন করবো। বাসাবাড়িতে যেন তারা মা-বাবাকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার জন্য বলে। নারিকেলের খোসা, পরিত্যক্ত টায়ার, পাত্র, বোতল ইত্যাদিতে যেন পানি জমে না থাকে। তাছাড়া ঘরের ফ্রিজ বা বাথরুমে যেন দীর্ঘদিন পানি জমে না থাকে।
আই নিউজ/এইচকে/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’