তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ১৮:০৫, ৮ জুলাই ২০২৩
হাওরবাসীর সমাবেশ
মাহারাম নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের মহোৎসব
মাহারাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মাহারাম নদী থেকে রাতের আধারে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। হাওর পাড়ের বাসিন্দারা জানিয়েছেন, এভাবে বালি উত্তোলন কার্যক্রম চলতে থাকলে আগামী বছর হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল অকাল বন্যায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার (০৮ জুলাই) দুপুরে মাহারাম নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে তাহিরপুর উপজেলার সদর বাজারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে মাহারাম নদী থেকে বালি উত্তোলন বন্ধ ও হাওরের বোরো ফসল রক্ষায় আগামীকাল রবিবার (০৯ জুলাই) "আমরা হাওর বাসী,র ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, প্রায় মাসখানেক ধরে প্রতিদিন রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। যা হাওর বাসীর আগামী বোরো ফসল রক্ষায় একমাত্র গলার কাটা হয়ে দাড়িয়েছে। এ সময় বক্তারা, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মাশুক মিয়া সহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতাকে ইঙ্গিত করে অবৈধভাবে বালি উত্তোলনের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন ।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল আজাদ,উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন । সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বলেন, মাহারাম নদীতে বালু উত্তোলনের বিষয়টি শুনেছি। তাদেরকে নিষেধ করার পরও তারা বালু উত্তোলন বন্ধ করছে না।
শনি হাওর পাড়ের কৃষক এমদাদ নুর জানান, এভাবে বালু উত্তোলন করতে থাকলে শনি, মাটিয়ান হাওরসহ উপজেলার সকল হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা জানান, মাহারাম নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ও হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় আগামী রবিবারে "আমরা হাওর বাসীর "ব্যানারে তাহিরপুর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, মাহারাম নদী থেকে বালি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও, সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায় নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’