মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন
মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ জন। এরমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় নতুন করে একজন আক্রান্ত হয়েছেন। বাকি চারজন গত একমাসের মধ্যে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, আজ শনিবার (৮ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্তের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। মৌলভীবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর ঢাকা বা জেলার বাইরে ভ্রমণের ইতিহাস নেই। তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
মৌলভীবাজার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে- এ পর্যন্ত জেলায় পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আজ শ্রীমঙ্গলে একজন, এর আগে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। এছাড়া কমলগঞ্জ উপজেলায় গতমাসে আরো দুইজন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, আগের আক্রান্ত সকলেই এখন সুস্থ আছেন।
এদিকে বড়লেখার দুইব্যক্তি ঢাকায় আক্রান্ত হয়ে নিজ এলাকায় চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস আই নিউজকে বলেন, ঈদের আগেরদিন ২৮ জুন ঢাকায় আক্রান্ত হয়ে স্থানীয় দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লেটিলেট টেস্ট করেন। তারা এখন সুস্থ আছেন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আই নিউজকে বলেন- মৌলভীবাজারে ডেঙ্গুবাহী এডিস মশা আছে। যেকারণে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গুবাহি এডিস হলো গৃহপালিত মশা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কোনোভাবেই যেন দীর্ঘদিন ধরে কোনো পাত্র, ভাঙ্গা বোতল, নারিকেলের খোসা ইত্যাদিতে পানি জমে না থাকে। ঘর এবং আশেপাশে কোনো পাত্রে পানি না জমে থাকলে মশা বংশবিস্তার করতে পারবে না। তাছাড়া অসুস্থবোধ করলে অবশ্যই সাথে সাথে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’