সিলেট
সিলেটে তারুণ্যের সমাবেশ থেকে অর্ধলক্ষ টাকা চুরি
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি
আজ সিলেটে বিশাল আড়ম্বরতার সাথে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ। প্রায় কয়েক হাজার লোক সমাগমের এই সমাবেশ থেকে প্রায় অর্ধলক্ষ টাকার মতো চুরি গেছে বলে জানা গেছে। পাশাপাশি প্রায় অর্ধশত মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা গেছে।
রোববার (৯ জুলাই) বিকাল ৩টায় বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়।
রোববার দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৮টি বাস বুঝাই করে কর্মী গিয়ে যোগ দেন সমাবেশ স্থলে। আর এই সুযোগে কয়েক হাজার লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে অপতৎরতা চালায় পকেটমাররা। সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে অন্ততঃ অর্ধশত মোবাইল ফোন চুরি হয়েছে।
জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র খোয়া গেছে। এ নিয়ে ফেসবুকে স্টেটাসও দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।
এর আগে গত বছরের ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’