নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৫৫, ৯ জুলাই ২০২৩
মৌলভীবাজারের গ্রামীণ ফুটবল খেলা টুইট করলেন আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক
ছবি- ভিডিও থেকে
মৌলভীবাজারের গ্রামীণ ফুটবল খেলায় আপ্লুত আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক। গ্রামের খেলার ভিডিও দেখে টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট রি-টুইট করেছেন অ্যান্দ্রেস জোসিন নামক ওই ক্রীড়া সাংবাদিক।
স্থানীয় তরুণেরা জানান- গত রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফুটবল ক্লাব বনাম দেওয়ান নগর ফুটবল ক্লাব। চাঁনপুর ২-০ গোলে দেওয়ান নগরকে পরাজিত করে। ব্যবধান বেশি হলেও খেলায় দারুণ পাসিং খেলেন গ্রামের তরুণ ফুটবলেরা। দুটি টিমের খেলোয়াড়েরা দেখিয়েছেন তাদের অসামান্য ফুটবল দক্ষতা।
ম্যাচ চলাকালীন ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে চাঁনপুর স্বপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাবের দায়িত্বশীল হোসাইন আহমদ ইমরান নিজের টুইটারে টুইট করেন।
ইমরান লিখেন- ‘This is a poor village football match in #Bangladesh . They are not well-trained players but they have talent and know how to play with the team. ?
Thank you! Chandpur Swapna Chua Foundation for giving them equipment and support.’
হোসাইন আহমদ ইমরান আই নিউজকে বলেন- আমি সেই ভিডিওটি টুইটর করার পর আর্জেন্টাইন স্পোর্টস রিপোটার অ্যান্দ্রেস জোসিন (Andres Yoseen)-এর নজর কাড়ে। অ্যান্দ্রেস ভিডিওটি নিজের ভেরিফাইড টুইটারে আপলোড করেছেন। তার মুগ্ধতা কথা প্রকাশ করেন। প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতি ভালবাসাও।
বাংলাদেশের গ্রামের ফুটবল শক্তি, দুর্দান্ত পাসিং ও অদম্য শক্তি নিয়ে অ্যান্দ্রেস জোসিন স্পেনিশ ভাষায় লিখেন- ‘Así son los picados en Bangladesh. El que va a cortar el centro pega más que meter los dedos en el enchufe.’
যার অর্থ দাঁড়ায়- ‘বাংলাদেশেও তাই কাটা হয়। যে কেন্দ্র কাটতে যাচ্ছে সে সকেটে আঙুল আটকানোর চেয়ে বেশি আঘাত করে।’ বাংলাদেশের পাসিংকে তিনি ‘কাটা’ হিসেবে উল্লেখ করেছেন।
চাঁনপুর স্বপ্ন ছোঁয়া স্পোটিং ক্লাবের দায়িত্বশীল হোসাইন আহমদ ইমরান বলেন- ‘মৌলভীবাজারের একটি গ্রামের মাঠের ফুটবল খেলা আর্জেন্টিনার সাংবাদিকের নজর কেড়েছে। তিনি আমাদের ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করে টুইট করেছেন। আমরা খুবই উজ্জ্বীবিত এবং উদ্দীপ্ত। ভৌগোলিক দূরত্ব স্বত্ত্বেও বন্ধুপ্রতীম দুদেশের মানুষের সাংস্কৃতিক বন্ধন উদাহরণ তৈরী করুক বিশ্বব্যাপী।’
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’