(বিষ্ণু দেব), মৌলভীবাজার
মৌলভীবাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
মৌলভীবাজারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের মঞ্চে ডিসি, মেয়রসহ অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে টিসিবি কম দামে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০ টায় মৌলভীবাজার পৌরসভা এক নং ওয়ার্ডের পল ইন্টারন্যাশনাল স্কুলে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারএর সহযোগীতায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথি পালের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী অফিসারশরীফ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডঅপস্) সুদর্শন কুমার রায়, পৌরসভা মেয়র ফজলুর রহমান প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার ৩ হাজার ৭৯ ও সদর উপজেলার ১২ হাজার পরিবারকে টিসিবি পণ্য দেওয়া হবে। প্রথম দিনে চারশত ৮০টি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়।
একজন ফ্যামিলি কার্ডধারী ৩টি পণ্য মশুর ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা এবং চাল ৩০ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন।
স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহে টিসিবি ফ্যামিলি কার্ডের আওতায় মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
পৌর শহরের নয়টি ওয়ার্ডে টিসিবি ডিলারদের মাধ্যমে- শমসেরনগর রোড, কোর্ট মার্কেট কাচাবাজার, সৈয়দ সিকান্দার আলীরোড, সিলেট রোড বড়হাট (অগ্রণী ব্যাংক আঞ্চলিক শাখার বিপরীত পার্শ্বে), এবং দর্জি মহল শ্রীমঙ্গল রোড পন্য বিক্রয় কার্যক্রম চলবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’